ফাঙ্গাল ইনফেকশনকে বাচ্চার থেকে দূরে রাখুন, রইল কিছু টিপস

banner

#Pravati Sangbad Digital Desk:

বাড়িতে বাচ্চা রয়েছে? গ্রীষ্মকালে ফাঙ্গাল ইনফেকশনে বা জ্বরে ভোগে? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। সাধারণত বাচ্চারা দৌড় ঝাপ এবং খেলা ধুলো করতে ভালবাসে, কিন্তু গ্রীষ্মকালে বেশীরভাগ সময় শিশুরা ভাইরাল ফিবার বা ফাঙ্গাল ইনফেকশনে ভোগে, বারবার অসুস্থ হয়ে পরে শিশুরা। তবে খুব সহজেই কিছু ছোট্ট ছোট্ট অভ্যাস আপনার বাচ্চাকে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারে, এক নজরে দেখে নেওয়া যাক টোটকাগুলি।
সাধারণত অনেক বাচ্চাই মুখে হাত দিতে পছন্দ করে, সবার প্রথমে বাচ্চাকে মুখে হাত দেওয়া থেকে বিরত করতে হবে, কারণ হাতের মধ্যে অনেক জীবাণু থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই গুলি বাচ্চাদের পক্ষে বিপদজনক। বাচ্চাদের শু বা বুটের বদলে হাওয়াই চটির ব্যাবহার শেখাতে হবে, শু মোজা এই গুলি দীর্ঘক্ষণ পরে থাকলে, পায়ের মধ্যে ঘাম হয়, সেই সাথে নানান রকম জীবাণু জন্ম নেয়, তাই শু পড়লেও তা প্রতিদিন পরিষ্কার এবং মোজা পরিষ্কার করতে হবে, সব থেকে ভালো হয় যদি স্লিকার বা হাওয়াই চটি পরানোর অভ্যাস করানো যায়।
অন্যদিকে বাচ্চারা জল নিয়ে খেলতে ভালবাসে, সেক্ষেত্রে অনেক বাচ্চাই হাত পা ধোয়ার পরে মুছতে চাই না, কিন্তু ভালো ভাবে হাতের আঙুল এবং পায়ের আঙুল মুছে ফেলতে হবে, তা না হলে বাচ্চাদের নরম চামড়াই বিভিন্ন ধরণের ফাঙ্গাস জমা হতে শুরু করে এবং সেইগুলি ধীরে ধীরে ঘা এর আকার ধারণ করে। আপনার বাচ্চা যেই জায়গাই খেলতে পছন্দ করে কিংবা সারাদিনে বেশীরভাগ সময় কাটাই সেই জায়গাকে অবশ্যয় পরিস্কার রাখতে হবে, কোন ভাবেই যেন স্যাতস্যতে ভাব সেই জায়গাই না থাকে।

আধুনিক সময়ে বাবা-মা রা বাচ্চাদের প্যাম্পারস পরিয়ে রাখেন দীর্ঘক্ষণ, যার ফলে পায়ের ফাকে ভয়ঙ্কর জীবাণু বাসা বাঁধে এবং বংশবিস্তার করে, তাই দিনের বেশীরভাগ সময়টা প্যাম্পারস খুলিয়ে রাখুন, পারলে ওই সমস্ত জায়গাই ফাঙ্গাস বিনাশকারী পাওডার দিন। তবে কোন ভাবেই নিজের বাচ্চার বিশেষ কিছু জিনিস যেমন তোয়ালে, ব্রাশ, চিরুনি কোন ভাবেই বাড়ির বড়রা বা অন্য কেউ ব্যাবহার করবেন না। ফাঙ্গাল ইনফেকশনের প্রথম লক্ষণই হল গায়ে লাল লাল দানা বেরিয়ে চুলকাতে শুরু করা, এই লক্ষণ যদি আপনার বাচ্চার শরীরে থাকে তাহলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News