সরকারি বাসে করে এবার শিলিগুড়ি- কাঠমান্ডু যাওয়ার সুযোগ

banner

#Pravati Sangbad Digital Desk:

আন্তর্জাতিক রুটে এবার বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী পর্যন্ত চলবে সরকারি বাস। প্রচুর পর্যটক প্রতি বছর নেপালে ঘুরতে যান। তাঁদের জন্যও এটা সুখবর। এবার আন্তর্জাতিক রুটে বাস চালানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস চালাবে এনবিএসটিসি। শুধু পর্যটকদের কাছেই নয়, দুদেশের সাধারণ মানুষের কাছে এটা বড় পাওনা। এনবিএসটিসি সূত্রে খবর,শিলিগুড়ি থেকে সোজা নেপালের রাজধানী পর্যন্ত চলবে এই বাস। সেক্ষেত্রে কেউ শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বেড়াতে যেতে চাইলে তিনি শিলিগুড়ি থেকে সরকারি বাস পাবেন। সপ্তাহে তিনদিন এই বাস চলবে। এজন্য দুটি বাস বরাদ্দ করা হচ্ছে। জুন মাস থেকেই শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সরকারি বাস পরিষেবা শুরু হয়ে যাবে।
সংস্থা সূত্রে খবর,এই বাসগুলিতে ৪০টি করে আসন থাকবে। একবার এই বাস চালু হয়ে গেলে প্রচুর পর্যটক এই বাসে চাপতে পারেন বলে আশা করছে সংস্থা। মূলত পর্যটকদের দিকে মুখ চেয়ে আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে বর্তমানে কেবলমাত্র একটি বেসরকারি বাস এই রুটে চলাচল করে। তবে এবার সরকারি বাস এই রুটে যাতায়াত করলে অনেকের সুবিধা হবে।
করোনার পরিস্থিতিতে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন শিল্প। কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তার ওপর বন্ধ হয়ে যায় ভারত নেপাল বাস পরিষেবা। যার জেরে নেপালের পর্যটকদের একটা অংশ উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। সারা দেশ যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ঠিক সেই সময় প্রতিবেশী দেশ নেপাল আবার চালু করল ভারত নেপাল বাস পরিষেবা।জানা গেছে, সফরকালে প্রত্যেক যাত্রীকে মাস্ক পরা বাধ্যতামূলক । যাত্রীদেরও ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট লাগবে অথবা সঙ্গে রাখতে হবে ৭২ ঘন্টা মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট। এছাড়া যাত্রীকে নেপালে প্রবেশের ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড। 
আপাতত শিলিগুড়ি থেকে সপ্তাহে তিনদিন এই বাস কাঠমান্ডু যাবে। মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বাস শিলিগুড়ি থেকে কাঠমান্ডু ছাড়বে। অপরদিকে সোম, বুধ ও শুক্রবার কাঠমাণ্ডু থেকে বাস শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে। যাত্রীদের খরচ পড়বে মাথা পিছু ১৫০০ টাকা। 
প্রায় দেড় বছর পর ভারত-নেপাল বাস পরিষেবা চালু হওয়ায় যথেষ্ট খুশি পর্যটকমহল ৷ অনেকেই ওই বাসে কাঠমান্ডু থেকে শিলিগুড়ি আসেন। এরপর সেখান থেকে দার্জিলিং ডুয়ার্স-সহ সিকিমে পর্যটনের জন্য গিয়ে থাকেন। এই বাস পরিষেবা চালু হয় স্বাভাবিকভাবে পর্যটনে আরও গতি আসবে বলে মনে করছেন ট্যুর অপারেটররা। অন্যদিকে কলকাতা পারো বিমান পরিষেবা চালু করেছে ভুটান ড্রুক এয়ার। যা ৭ ই জুন থেকে চালু হবে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News