Flash news
  1. উচ্চ রক্তচাপ কমাতে এই খাবারেই হবে কেল্লাফতে
  2. ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: ভূতেদের হুল্লোড় আর রোমান্সে মোড়া নতুন বাংলা হরর-কমেডি
  3. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১১ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
  4. ফের বোমাতঙ্ক! থাইল্যান্ড থেকে ভারতের পথে এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য
  5. আমেদাবাদের ভয়াবহ বিমানে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও
  6. ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রায় ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল উড়ান
  7. গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে স্কুল গুলির ছুটি ঘোষণা করলো রাজ্য সরাকর
  8. "ফিটনেস না বডি শেমিং? সোশ্যাল মিডিয়ার শরীরচর্চা-সংস্কৃতি"
Sunday, June 15, 2025

হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলে পরিয়ে দেওয়া হলো ফুলের মালা

banner

#Pravati Sangbad Digital Desk:

ট্রাফিক আইন মেনে চলুন এই বার্তা সকলকেই দেওয়া হয়। কিন্তু তবুও মেনে চলে না সাধারণ মানুষ এই নিয়ম হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায় এখনো বহু বাইক আরোহীকে। কিন্তু এবার এই কড়া নিয়মের বাধা টোপকে নয়া পদক্ষেপ নিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড় এলাকার ট্রাফিক পুলিশ কর্তারা। পথচলতি সাধারণ মানুষ এবং সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে রাস্তা দিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় পরিয়ে দেওয়া হলো ফুলের মালা, এবং সাথে দেওয়া হলো হাতে একটি গোলাপ ফুলও। শুধু তাই নয়, জানিয়ে দেওয়া হল এরপর হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলেই নেওয়া হবে আইনি পদক্ষেপ। এমনও কড়া নির্দেশ দেয়া হলো প্রত্যেককেই।

হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিত্‍ চক্রবর্তী এবং রানা ব্যানার্জি কর্তৃক নেওয়া এই অভিনব প্রচেষ্টা বাইক আরোহীদের লজ্জায় ফেলবে, এবং এই প্রচেষ্টা কাজে আসবে বলেই মনে করেছেন তারা। আর জরিমানা নয়, লজ্জা দিয়েই শিক্ষা দিতে হবে এই হেলমেট বিহীন বাইক আরোহীদের। এ কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।জানা গিয়েছে, হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডের নেতৃত্বেও এমনই নয়া উদ্যোগ নেওয়া হয় এবং এই অভিনব শাস্তিতে হেলমেট বিহীন বাইক আরোহীরা প্রথমে লজ্জায় পড়লেও পরে ভালোভাবে গ্রহণ করেছিলেন এই ফুল আর মালা। ঘটনায় অবাক হয়েছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে বাইক আরোহীরা প্রত্যেকেই। তবে জরিমানা না নিয়ে এমন লজ্জার মুখে ফেললেই সচেতন হবে প্রত্যেক বাইক আরোহী, এমনটাই আশা করেছেন ট্রাফিক পুলিশ কর্তারা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News