Flash news
    No Flash News Today..!!
Saturday, July 27, 2024

ভারতের একমাত্র রাজ্য, যেখানে নেই কোনো রেল স্টেশন

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ভারতীয় রেল। প্রতি দিন কোটি কোটি মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রেল পরিষেবা নিয়ে থাকেন। স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে। রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না। ভারতীয় গণ পরিবহের সবথেকে বড় মাধ্যম হল রেল। রেলে আমরা চরলেও, রেল লাইন দেখলেও, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম হল ভারতে এমন একটি রাজ্য রয়েছে যেখানে এখনও কোনও রেল স্টেশন নেই। মূলত, আমরা দেশের এমন একটি রাজ্যের প্রসঙ্গে জানাবো যেখানে এখনও কোনো রেল স্টেশন নেই। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। চলুন, জেনে নিই সেই রাজ্যের নাম।

মূলত, সিকিম হল দেশের একমাত্র রাজ্য যেখানে কোনো রেল স্টেশন নেই। এমতাবস্থায়, সেখানে NH10 হল একমাত্র রাস্তা যা রাজ্যটিকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিকিমে ইতিমধ্যেই রেলপথ সম্প্রসারনের কাজ দ্রুততার সঙ্গে চলছে। শুধু তাই নয়, সম্প্রতি সিকিম সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৪ সালের মধ্যেই ওই রাজ্যে রেল পরিষেবা শুরু করার আশ্বাসও দিয়েছিলেন। তবে, এখনও পর্যন্ত একটিও রেল স্টেশন না থাকার বিরল নজির রয়েছে সিকিমের কাছেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News