রাষ্ট্রপতি ভবনে স্যাটেলাইট লাগানো ঈগল, দেখা মাত্রই শুরু তদন্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

রাষ্ট্রপতি, দেশের সাংবিধানিক প্রধান, আবার তিন সেনা বাহিনীর সুপ্রিম কম্যান্ডার তাই দেশের রাষ্ট্রপতির সুরক্ষাতে কোন রকম ঢিলেমি দেওয়া চলেনা, দিল্লির রাষ্ট্রপতি ভবনই হল দেশের রাষ্ট্রপতির ঠিকানা, সুবিশাল কেল্লা, রয়েছে ৩৪০টি ঘর, আর পুরো রাষ্ট্রপতি ভবন জুড়েই কয়েক হাজার সৈন্য মতায়েন, যাদের প্রেসিডেন্ট বডি গার্ড বা পিবিজি বলে।

তবে এবার রাষ্ট্রপতি ভবনের বাগানেই ঈগলের হানা, তাও আবার যে সে ইগল নয়, ঈগলের গলায় রীতিমতো স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম লাগানো। গতকাল বিকেলে গোটা দিল্লি জুড়েই চলেছে ঝড় বৃষ্টি, শহরের গাছ পালা থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের ভিতরের গাছ পালাও ঝড়ে উপড়ে পড়েছে, আর তখনই ঈগলটিকে দেখতে পান কর্তব্যরত সেনা কর্তারা। জানা গিয়েছে ঝড়ের সময় ঈগলটিকে রাষ্ট্রপতি ভবনের বাগানে পরে থাকতে দেখেন তারা, তার পরে কাছে যেতেই রীতিমতো চমকে ওঠেন তারা। গলায় স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম দেখে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান তারা, তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের গোয়েন্দা শাখায়, খবর পেয়েই রাষ্ট্রপতি ভবনে ছুটে আসেন তাঁরা, তারপরে ঈগলটিকে নিয়ে চলে যাওয়া হয়, শুরু হয় খোঁজ। এর পরেই দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি বনদপ্তরের সাথে যোগাযোগ করা হয়, তার পরেই নিশ্চিন্ত হন সকলে। জানা গিয়েছে এক বন্যপ্রাণী বিশেষজ্ঞ ঈগলটির গলায় ওই যন্ত্রটি লাগিয়েছিল, যাতে ঈগলটির গতিবিধি এবং শারীরিক ক্রিয়া কলাপ সম্পর্কে জানতে পারেন। যা শুনে স্বস্তিতে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা আধিকারিকরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News