বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাসের ফিচার

banner

#Pravati Sangbad Digital Desk:

সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমুহূর্তের সঙ্গীতে পরিনত হয়েছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়, বর্তমানে অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় এই অ্যাপ। ফলে অ্যাপটি আরও আকর্ষণীয় করাই লক্ষ্য সংস্থার। এবার স্টেটাসের ক্ষেত্রে আসতে চলেছে নয়া ফিচার। নিশ্চয়ই ভাবছেন কি এই ফিচার? এতদিন চ্যাটের পাশে থাকত স্টেটাস অপশন। সেখানে ক্লিক করলে পর পর দেখা যেত সকলের স্টেটাস। এবার চ্যাট উইন্ডোতেও দেখা যাবে স্টেটাস।



অজানা ইউজাররা প্রায়শই ফাঁদ পাতে। তাই তাদের রুখতে সতর্কতার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এমনকী নিজের প্রোফাইল ছবিও চাইলে তাদের থেকে ‘হাইড’ করে রাখা সম্ভব। নতুন প্রাইভেসি চেকআপ ফিচারের সাহায্যে ইউজারদের গোপনীয়তা বাড়ানোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আরও কয়েক কদম এগলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

হোয়াটসঅ্যাপে সম্প্রতি নিয়ে আসা হয়েছে নয়া ফিচার প্রাইভেসি চেকআপ। যার সাহায্যে দ্রুত খতিয়ে দেখা সম্ভব নিজেদের প্রাইভেসি সেটিংস। যা থেকে ইউজাররা নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবেন।


আর এর জন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘স্টার্ট চেকআপ’-এ ট্যাপ করুন। তাহলেই পর পর বেশ কিছু স্ক্রিন দেখা যাবে যার সাহায্যে ইউজাররা দেখে নিতে পারবেন কারা তাঁদের কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন, অনলাইন স্টেটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি। এমনকী অচেনা কলারকে হোয়াটসঅ্যাপে কল করা থেকে বিরত করাও যাবে সেটিংসে গিয়ে।

শুধু মেসেজে পাঠানো নয়, ছবি, ভিডিয়ো সব ক্ষেত্রেই অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হোয়াটসঅ্যাপ। সেই অ্যাপেই এবার আসছে নতুন ফিচার। বর্তমানে একটি ফোনে কেবল একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-ই ব্যবহার করা যায়। তবে আসন্ন ফিচারে একটি ফোন থেকেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার চাহিদা মিটবে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News