অবশেষে ৩১শে মে থেকে চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো

banner

#Pravati Sangbad Digital Desk:

জল্পনার অবসান। অবশেষে ৩১শে মে থেকে চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো পরিষেবা। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা কে.  কর্তারা জানাচ্ছেন,৩১ মে স্টেশনের উদ্বোধন হতে পারে বলে এই মুহূর্তে চলছে চূড়ান্ত প্রস্তুতি।
বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য শিয়ালদহ স্টেশনকে গত ২৫ মার্চ সবুজ সঙ্কেত দিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। তার পরদিন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদমাধ্যমে ঘোষণা করেন, ''পয়লা বৈশাখের শুভ দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে।'' কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে কিছুই হয়নি। তার পরে পেরিয়ে গিয়েছে পাঁচ সপ্তাহ। ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন নিয়ে কলকাতা মেট্রো নীরবই।
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় মন্ত্রীরা এসে শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন করলে তার একটা পলিটিকাল মাইলেজ বা কারণ থাকত। সেটা ব্যবহার করতেন অনেকেই৷ এছাড়া এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের যখনই কোনও বাধা এসেছে তখনই কেন্দ্রের তরফ থেকে তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সমাধানে এগোতেন। তিনি এখন তৃণমূলের বিধায়ক। এরই মধ্যে বৌবাজারের ঘটনা নিয়ে রেলের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই রাজনৈতিক জাঁতাকলে শিয়ালদহ মেট্রো স্টেশন যাত্রীদের সুবিধায় শীঘ্রই ব্যবহারের অনুমতি মিলবে না বলেই মনে করা হচ্ছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News