অঙ্কিতাকে কেন এখনও SSC কোন পদক্ষেপ নিচ্ছে না - প্রশ্ন হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital News:

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন তিনি। তাঁকে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মেধাতালিকায় রদবদল করে অঙ্কিতাকে ওয়েটিং লিস্টে শীর্ষে নিয়ে আসা হয় বলে অভিযোগ ওঠে। ২০১৮ সালে শিক্ষিকা হিসাবে তিনি নিয়োগপত্র পান তিনি। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হন তিনি। 
CBI সূত্রের খবর, সঙ্গে করে আনা নথি সিবিআইয়ের কাছে জমা দেন পরেশ অধিকারী। তাকে প্রশ্ন করা হয়, SSC-র মেধাতালিকায় কত নম্বরে নাম ছিল তাঁর মেয়ে অঙ্কিতার? অঙ্কিতা কবে স্কুলের চাকরিতে যোগ দেন? মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টায় পরেশ কার কার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন? অঙ্কিতার বিষয়ে তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল?মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টাতে সিবিআইকে কি তথ্য দিলেন পরেশ?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে?

উল্লেখ্য, গতকাল কোলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপশি, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তাঁর আজ পর্যন্ত প্রাপ্ত যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বলা হয়েছে, দু'টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা।প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই।চাকরি আগেই বাতিল হয়েছে, সেই সঙ্গে ফেরত দিতে হবে বেতন বাবদ পাওয়া টাকা। তবে এখানেই বিষয়টি শেষ হচ্ছে না। অঙ্কিতা কোথায়? কেন তার বিরুদ্ধে এখনো কোনও পদক্ষেপ করেনি SSC? এমনটাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News