অধিকার লঙ্ঘন রেখা নিয়ে প্রধানমন্ত্রীর সামনেই সরব হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার বিভাজন প্রদান করে সংবিধান, তাই দায়িত্ব পালনের সময় সর্বদা 'লক্ষ্মণ রেখা'-র প্রতি খেয়াল রাখা উচিত। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছেন, আমাদের অবশ্যই 'লক্ষ্মণ রেখা' সম্পর্কে সচেতন হতে হবে, বিচার বিভাগ কখনই শাসনের পথে আসবে না, যদি তা আইন অনুসারে হয়। যদি পৌরসভা, গ্রাম পঞ্চায়েতগুলি দায়িত্ব পালন করে, যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে এবং বেআইনি হেফাজতে নির্যাতনের অবসান হয়, তাহলে মানুষকে আদালতের দিকে তাকাতেই হবে না। তিনি বলেন, "রাষ্ট্রের ক্ষমতাকে সরকার, সংসদ এবং বিচার ব্যবস্থার সমান তিনটি শাখার মধ্যে বণ্টন করেছে আমাদের সংবিধান। এই তিন শাখায় ক্ষমতার সমবণ্টনই গণতন্ত্রিক কাঠামোকে মজবুত করে। দায়িত্ব পালন করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন লক্ষ্মণরেখা অতিক্রম না করি।" আদালতের নির্দেশ সত্ত্বেও অনেক সময় সরকার নিষ্ক্রিয় থাকছে। এটা গণতন্ত্রের জন্য ভাল নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
জনস্বার্থ আইন প্রসঙ্গে প্রধান বিচারপতি এন ভি রামানা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "জনস্বার্থ মামলার প্রকৃত উদ্দেশের অপব্যবহার করা হয়, এটি 'ব্যক্তিগত স্বার্থ মোকদ্দমা'-তে পরিণত হয়েছে। জনস্বার্থ মামলা রাজনৈতিক এবং কর্পোরেট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে স্কোর নিষ্পত্তি করার একটি হাতিয়ার হয়ে উঠেছে। প্রধান বিচারপতি জানান, দেশের মোট মামলার ৫০ শতাংশ ক্ষেত্রেই সরকারই একটি পক্ষ! কয়েকদিন আগেই গ্যাংস্টার আবু সালেমের মুক্তি মামলায় সুপ্রিম কোর্টে তীব্র ভর্ত্‍সনার মুখে পড়েছিল কেন্দ্র। এরপরই শনিবার এমন কথা শোনা গেল প্রধান বিচারপতির মুখে। গত সপ্তাহে বিচারপতি এসকে কৌল এবং এমএম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ আবু সালেম মামলা প্রসঙ্গে কেন্দ্রকে সাফ জানিয়ে দেয়, '‌বিচারব্যবস্থাকে জ্ঞান দেবেন না। যেটা আপনাদের ঠিক করার কথা, সেটা আমাদের ঠিক করতে বললে আমরা সেটা ভালভাবে নিই না।'‌ 
উল্লেখ্য, দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, ছত্তিশগড়, হরিয়ানা, পঞ্জাব-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News