থাকছেনা জিএসটি ৫% স্ল্যাব!!

banner

#Pravati Sangbad Digital Desk:

পণ্য ও পরিষেবা কর বা জিএসটির নিম্নস্তর ৮ শতাংশে উন্নীত করার সম্ভাবনা। পাশাপাশি ছাড়ের তালিকা কাটছাঁট হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের কমিটি আগামী মাসে জিএসটি কাউন্সিলে এ ব্যাপারে একটি রিপোর্ট জমা দিতে পারে। তাতে সর্বনিম্ন স্ল্যাব বাড়ানো এবং স্ল্যাবগুলির পরিকাঠামো পরিবর্তন-সহ রাজস্ব বাড়ানোর বিভিন্ন পদক্ষেপের পরামর্শ থাকতে পারে। বর্তমানে জিএসটি-র সর্বনিম্ন স্তরে করের হার ৫ শতাংশ। সেটাই বাড়িয়ে ৮ শতাংশ করা হতে পারে বলে সূত্রের খবর। জিএসটি কাউন্সিলের কাছে রিপোর্ট জমা করতে পারে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত বিশেষ কমিটি।

বর্তমানে, জিএসটি কাঠামোয় চারটি স্তর রয়েছে। যেখানে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ হারে কর কার্যকর। এছাড়া স্বর্ণ ও স্বর্ণালঙ্কারে ৩ শতাংশ কর আরোপ করা হয়। এছাড়াও একটি ছাড়ের তালিকা রয়েছে যেখানে ব্র্যান্ডবিহীন এবং প্যাকেটবিহীন খাদ্যদ্রব্যের মতো আইটেমগুলির উপর শুল্ক আরোপ করা হয়না। ৫শতাংশ স্ল্যাব ৮ শতাংশে উন্নীত হলে বার্ষিক ১.৫০ লক্ষ কোটি টাকা অতিরিক্ত আয় হতে পারে সরকারের। অনুমান, সর্বনিম্ন স্ল্যাবে ১ শতাংশ বৃদ্ধি বার্ষিক ৫০,০০০ কোটি টাকা রাজস্ব আয় বাড়াবে। প্যাকেটজাত খাবার প্রধানত এই স্ল্যাবে পড়ে। উল্লেখ্য,জিএসটির ন্যূনতম হার ৮ শতাংশ করা হলে দাম বাড়তে পারে ভোজ্য তেল, মশলা চা, কফি, চিনি, কয়লা। দাম বাড়তে পারে ওষুধ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জিনিসপত্র। এছাড়াও দাম বাড়তে পারে বায়ো গ্যাস, ধূপ, ঘুড়ি, কাজু, এসি যানবাহন, বিমানের টিকিটও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News