বদলে গেলো স্কুলের ধাঁচ, কিন্তু কেনো?

banner

#pravati sangbad Digital desk:

এখন বাঙালি মিডিয়ামের স্কুলের বাচ্চারাও ইংলিশে কথা বলতে তো পারবেই, বরং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাচ্চাদের থেকেও ভালো স্পিচ দিতে পারবে। এই সফটওয়্যার এবং শিক্ষা পদ্ধতি আই আই এম কলিকাতার ইনোভেশন পার্ক এর সহযোগিতায় ক্রিসওয়ার্কস টেকনোলজির খুব কার্যকরী ও আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার। নয়াদিল্লির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে ইংরেজি মাধ্যম করা হয়েছে। এবার সেই ধাঁচে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলিতে পরিবর্তন আসতে চলেছে। সেখানের পরিকাঠামো থেকে পঠনপাঠন পদ্ধতির আমূল পরিবর্তন করা হচ্ছে বলে খবর। আর তার প্রথমেই এই পুরসভার স্কুলগুলিকে ইংরেজি মাধ্যম করে দেওয়া হবে। যা এককথায় দুর্দান্ত পদক্ষেপ।
কেন এই পরিবর্তনের সিদ্ধান্ত?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, নিম্নবিত্ত এবং বসতির শিশুরা এই স্কুলগুলিতে পড়ে। সেগুলি ইংরেজি মাধ্যম হোক এটা চান সব অভিভাবকরাই। এমনকী আধুনিক শিক্ষা পদ্ধতি এখানে চালু হোক চান তাঁরা। এছাড়া প্রাথমিকস্তর থেকেই শহরের গরীব পড়ুয়াদের সর্বভারতীয় মানের পঠনপাঠনের আওতায় নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত।কলকাতা পুরসভা সূত্রে খবর, এখন ২৪১টি পুরসভার স্কুলের মধ্যে ৭১টিতে ইংরেজি মিডিয়ামে পঠনপাঠন চলছে। আগামী পাঁচ বছরে আরও ৮০টি স্কুলকেও ইংরেজি মাধ্যমের আওতায় আনা হবে।

সেই স্কুলগুলিতে ডিজিটাল ল্যাব, স্মার্ট ক্লাসরুম, প্লে–জোন থেকে‘ইংলিশ কমিউনিকেশন স্কিল’ চালু করা হবে। এই কাজটি করতে আগামী ১৮এপ্রিল রাজধানী পৌঁছবেন মেয়র পারিষদ সন্দীপন সাহা। সেখানে পরিদর্শন এবং বৈঠক করবেন প্রধান শিক্ষকদের সঙ্গে।বর্তমানে প্রথমত দুটি কাজ মূল লক্ষ্য। প্রথমটি হল দিল্লি সরকারের ওইসব প্রাথমিক স্কুলগুলিতে সরেজমিনে পরিদর্শন করা। যা করবেন পুরসভার শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিক সহ শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা। দ্বিতীয় হল শহরের যে আরও ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যম করার প্রচেষ্টা চলছে সেই গুলি কোন স্কুল হবে তার তালিকা তৈরি করা। কারণ স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে বদলে দেওয়ার আগে অবশ্যই সমীক্ষা করে জানা প্রয়োজন যে কোন এলাকার বাসিন্দারা পুরসভার এই ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে তাদের ছেলেমেয়েদের পড়াতে রাজি হবেন। যদিও এই ধরনের স্কুল গুলি নিম্নমধ্যবিত্ত ও বস্তি অঞ্চলের পড়ুয়াদের কথা মাথায় রেখেই প্রথম প্রস্তাবিত হয়। তবুও নতুন কর্মসূচি গ্রহণের আগে সমীক্ষা আবশ্যিক হওয়ায় অবশ্যই শহরজুড়ে চলবে এই সমীক্ষা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aankhi Banerjee

Related News