পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে মিড-ডে-মিল এর জন্য ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ

banner

#pravati sangbad news desk:

পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে Mid-Day-Meal এর জন্য Data Entry Operater কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে.
আবারও নতুন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির সমস্ত স্কুলে স্কুলে Mid-Day-Meal এর Data-Entry-Operater প্রকল্পের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কর্মী হিসেবে নিয়োগ হতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া আবশ্যক। পশ্চিমবঙ্গের ব্লগ ডেভলপমেন্ট অফিসের তরফ থেকে এই প্রকল্পের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রকল্পে কর্মী হিসেবে নিয়োগ হতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। মহিলা পুরুষ সকলেই এই আবেদনযোগ্য। আপনারা যদি এই পদে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন গুলো ভালোভাবে দেখতে হবে।
পদের নাম - Mid-Day-Meal প্রকল্পে Data-Entry-Operater.
সূত্রানুযায়ী যেসব প্রার্থীরা এই প্রকল্পের আবেদন করতে ইচ্ছুক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করা যাচ্ছে। সেটি ঠিকমত ফিলাপ করে আরো অন্যান্য ডকুমেন্ট সহ নিচে দেওয়া পোস্ট অফিসের ঠিকানা পাঠিয়ে দিতে হবে।
কোন কোন ডকুমেন্টস জমা দেবেন আবেদনপত্রের সঙ্গে ?
1) Photocopy Of Self attest ( Aadhar Card/ Pan Card/ Car Driving License/ EPIC )
2) Full Biodata with as per given format.
3) Education Qualification and Computer Course/Education Cartificate
4) Passport Size Photos ( 4 Copy ) duly signed by candidate.
5) Madyamik Admit Card ( For age prove )
6) Self Addressed Envelopes Copy ( 2 )
এখানে আপনি লিখিত পরীক্ষা মারফত নির্বাচিত হবেন। ওখানে মোট তিনটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি, অংক ও কারেন্ট অ্যাফেয়ার সহিত জেনারেল নলেজ। ইংরেজি অংকতে থাকবে মোট ৪০ নম্বর। ৩০নম্বর থাকবে জেনারেল নলেজ সব মিলিয়ে মোট ৭০ নম্বরের পরীক্ষা। যে যত নম্বর পাবে তার ভিত্তিতে নির্বাচিত হওয়া হবে।
বয়স সীমা অনুযায়ী এই চাকরিতে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫বছর পর্যন্ত। OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST/PH প্রার্থীরা ৫ বছর অতিরিক্ত ছাড় পাবে। এখানে চাকরি পেতে হলে প্রার্থীকে নূন্যতম গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। এখানে প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে ১১,০০০ টাকা। mid-day-meal এই লিঙ্কে ক্লিক করে আরও তথ্য জেনে নিন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News