২০২২ সালে প্রসারভারতী রিক্যুইটমেন্ট; কীভাবে করবেন চাকরির আবেদন ? জেনে নিন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রসার ভারতীতে হতে চলছে ব্যাপক নিয়োগ। ভিডিও অ্যাসিস্টেন্ট থেকে শুরু করে রিসোর্স পার্সন, জেনারেল অ্যাসিস্টেন্ট এবং পোস্ট প্রোডাকশন অ্যাসিস্টেন্ট সহ একাধিক পদে ব্যাপক মাত্রায় চাকরি নিয়োগ চলছে। ইতিমধ্যেই এই শূন্যপদ গুলির জন্য শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। করোনার দাপটে বাজারে চাকরির অবস্থা ভীষণই বেহাল আর ঠিক সেই স্থানেই দাঁড়িয়ে প্রসারভারতীতে নিয়োগ চলছে।
কীভাবে অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করবেন ?
অনলাইন মারফত এই পদের জন্য আবেদন করা সম্ভব। প্রসারভারতীর ওয়েবসাইট prasarbharati.gov.in/pbvacancies  থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই কারণে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে আবদনের পূর্বে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে বলা হয়েছে। নূন্যতম ভুলের জন্য আবেদনটি বাতিল হতে পারে। একাধিক পদের জন্য আবেদনকারী আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:-
আবেদনকারীদের বিভিন্ন পদের জন্য ঠিক করা হয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। তবে অবশ্যই জার্নালিজম ও মাস কমিউনিকেশনের উপর আবেদনকারীর ডিপ্লোমা থাকতে হবে। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে।
বয়সীমা এবং আবেদনকারীর বেতন:–
এইসব পদের জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ২১ বছর থেকে ৪০ বছর অবধি। অপরদিকে, মেকআপ অ্যাসিস্টেন্ট, রিসোর্স পার্সন ও জেনারেল অ্যাসিস্টেন্ট পদের জন্য প্রতি অ্যাসাইনমেন্টে যোগ্য প্রার্থীরা পাবেন ১৬৫০ টাকা। ভিডিও অ্যাসিস্টেন্ট পদের জন্য প্রতি ভিডিও অ্যাসাইমেন্টে পাবেন ৩৩০৫ টাকা আর প্রোডাকশন অ্যাসিস্টেন্ট পদের জন্য পাবেন ১৯৮০ টাকা। ৭৫০ টাকা প্রতি অ্যাসাইমেন্টে পাবেন সেট অ্যাসিস্টেন্ট।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News