রাজ্যে মিউনিসিপ্যাল সার্ভিস রিকুইটমেন্ট; কীভাবে চাকরির আবেদন করবেন

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি খবর পাওয়া গেছে, এক অনবদ্য চাকরির সুযোগ পাওয়া যাবে কলকাতার পুরসভায়। এই ব্যাপারে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সূত্রানুযায়ী, ফুড সেফটি অফিসারের পদেই নিয়োগ করা হবে। এই ব্যাপারেই আরও বিস্তারিত জেনে নিন। অনলাইন মারফতও আবেদন করা সম্ভব। সাইটটি হল- "mscwb.org"
পরীক্ষা পদ্ধতি:-
মোট দুটি ধাপে পরীক্ষা পর্ব মিটবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে ৩০০  নম্বরের পেপারে। একটিমাত্রই পেপার থাকবে এবং তাতে থাকবে ১৫০ টি অবজেকটিভ প্রশ্ন। আড়াই ঘন্টা সময়ের বরাদ্দেই লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। তবে একটি উত্তরের ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। আর দ্বিতীয় পরীক্ষাটিতে রয়েছে ৬০ নম্বর। এই পরীক্ষায় শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ডাক দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স:-
এই ফুড সেফটি অফিসার পদে নিয়োগ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হতে হবে তা বিজ্ঞাপনেই বলা রয়েছে। এই অফিসার পদের চাকরিতে নিয়োগ হতে গেলে বায়োটেকনোলজি অথবা ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজিতে ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও ভেটেরিনারি সার্ভিস অথবা এগ্রিকালচার সাইন্সে ডিগ্রী থাকলেও এই চাকরিতে আবেদন করা যেতে পারে। আবেদনকারীদের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে এই বিষয়ে তারা আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা আছে, আবেদনকারীর বয়স ৩৯‌ বেশি হওয়া চলবে না। অনলাইন আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হল ১৬ই এপ্রিল২০২২।
এই পরীক্ষার জন্য আবেদনকারীদের ১৫০ টাকা খরচ করতে হবে আর এসসি, এসটি এই শ্রেণীদের জন্য ৫০ টাকা খরচ হবে। অললাইন মারফত পরীক্ষা ফি মেটানো সম্ভব।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News