Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

দুর্ধর্ষ কাউন্টার অ্যাটাকে লিগ টেবিলে দুই নম্বরে চলে গেল মোহনবাগান

banner

#Pravati Sangbad Digital Desk:

রয় কৃষ্ণা, হুগো বৌমৌস ছাড়া মাঠে নেমে তিন গোলে জয় পেলো মোহনবাগান। যুয়ান ফেরেন্দো গতকাল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোয়ার ফাতারদা স্টেডিয়ামে কৃষ্ণ ও হুগোকে ছাড়াই মাঠে নামেন। প্রথম থেকেই তারা কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে মানবীর কে দিয়ে আক্রমনে যায়, তার সাথে মোহনবাগানের প্রথম দিকের সব জনি কাউকো লিগের শেষ দিকে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন, তিনি গতকালের ম্যাচে অনেকগুলি সুযোগ তৈরি করেছেন ও গোলও করেছেন। অপরদিকে নর্থইস্ট ইউনাইটেড তাদের আক্রমণে মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ভিপি সূহেরকে দিয়ে শুরু করে, নর্থইস্টের একমাত্র গোলটি তিনি করেন। গতকাল নর্থইস্টের ডিফেন্স মোহনবাগানের কাউন্টার অ্যাটাককে কিছুতেই সামলাতে পারছিল না যার ফলস্বরুপ তাদের তিনটি গোল হজম করতে হয়েছে। এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো তার দলকে সাজিয়েছিল ৩-৫-২ নতুন ছকে ও প্রত্যেক ম্যাচের মতো এবারে পজিশন গেম না খেলে, কাউন্টার অ্যাটাক খেলা খেলছিল। তাদের গোলকিপার ছিলেন আমৃন্দর সিং, ডিফেন্সে ছিলেন তিরি, প্রীতম কোটাল, আশুতোষ মেহেতা, মিডফিল্ডে ছিলেন প্রবীর দাস, শুভাশিস বোস, লেনি রদ্রিগেজ, জন কাউকো ও দীপক তাংরী, এবং আক্রমণে ছিলেন মানবীর সিং, লীষ্টন কোলাসো এবং নর্থইস্ট ইউনাইটেডের কোচ খালিদ জামিল তার দলকে ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল, তাদের ডিফেন্সে ছিল মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার গুরজিন্দর কুমার, দিয়াল্লো, মাসরুফ সিং, মিডফিল্ডে ছিল হেরনান, প্রজ্ঞান গাগোই, মার্সেলিনহ ও  ভিপি সুহের আক্রমণে ছিল ছিলেন
  
প্রথমার্ধে খেলার শুরু থেকে মোহনবাগান সুযোগের সদ্ব্যবহার করছিল নর্থইস্ট ইউনাইটেড আক্রমণে গেলে সেই আক্রমণকে এটিকে মোহনবাগান প্রতিহত করে কাউন্টার অ্যাটাকের জন্য মানবীরের পায়ের দিকে এগিয়ে দিচ্ছিল, প্রথমদিকে মানবীর অনেকগুলো সুযোগ হেলায় হারিয়েছিল, অপর দিকে নজর কেড়েছেন নর্থইস্টের গোলকিপার শুভাশিস রায়চৌধুরী, প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত তিনি অনেকগুলি অসাধারণ সেভ দিয়েছিলেন। যদিও ম্যাচের প্রথম গোলটি করেছিলেন নর্থইস্টের আক্রমণভাগের খেলোয়াড় ভিপি সুহের। ১৭ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে গেলেও নর্থইস্ট তাদের গোলটিকে ধরে রাখতে পারেনি, খুব শীঘ্রই ২২ মিনিটের মাথায় মোহনবাগানের কাউকো প্রথম গোলটি শোধ করে দেয়, তারপর প্রথমার্ধের খেলা শেষের দিকে লিস্টন কোলাসো আরো একটি গোল দেন। যার সুবাদে এটিকে মোহনবাগান ২-১ গোলে এগিয়ে যায় নর্থইস্টের থেকে। প্রথমার্ধে মানবীর সিং অনেকগুলি আক্রমণ করলেও একটি গোলও তিনি করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই প্রায় ৫২ মিনিটের মাথায় মন্দির ম্যাচের তার প্রথম গোলটি পেয়ে যান। এইবার তিনি কোনো ভুল করেননি অত্যন্ত সুচারুভাবে গোলটি করেন এবং নিজের দলকে ৩ গোলে এগিয়ে দিয়ে তিন পয়েন্ট নিয়ে নেন। যার পরে নর্থইস্ট ইউনাইটেড আর ম্যাচে ফিরতে পারেনি। গতকালের শেষ স্কোর মোহনবাগান ৩ ও নর্থইস্ট ইউনাইটেড ১। আইএসএল এর লিগ টেবিল এটিকে মোহনবাগান ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দু নম্বর স্থানে অবস্থান করছে ও নর্থইস্ট ইউনাইটেড ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে অবস্থান করছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News