কোন শহরে বসবে আইপিএলের আসর? ফাঁস করলেন সৌরভ

banner

#pravati sangbad digital desk:

দেশের কোভিড পরিস্থিতি খুব বেশি উদ্বেগজনক চেহারা ধারণ না করলে ভারতেই বসবে পঞ্চদশ সংস্করণের আইপিএলের  আসর। বুধবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন একথা। পাশাপাশি জানিয়েছেন, কোটিপতির লিগের লিগ পর্বের ম্যাচগুলি মহারাষ্ট্রের দুই শহর- মুম্বই এবং পুণে আয়োজন করা হবে। তবে প্লে-অফের ম্যাচের আসর কোথায় বসবে তা এখনও ঠিক করা হয়নি।
২০২২ আইপিএলের ভেন্যু  সম্বন্ধে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‘যদি কোভিড সংক্রমণ খুব বেশি বৃদ্ধি না পায়, তাহলে (২০২২ আইপিএল) চলতি বছর ভারতেই আয়োজিত হবে। এখনও পর্যন্ত আইপিএল ভারতেই আয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ভেন্যুর কথা জিজ্ঞেস করা হয়, তাহলে বলব, আমরা মহারাষ্ট্রের দুই শহর- মুম্বই এবং পুণেতে ম্যাচগুলি আয়োজনের কথা ভাবছি। এরপর নক-আউট পর্বের ভেন্যুর সিদ্ধান্ত পরে নেওয়া হবে’।

আগে শোনা গিয়েছিল, সম্পূর্ণ টুর্নামেন্ট মুম্বইয়ে আয়োজনের কথা ভাবছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। কারণ সেখানে আন্তর্জাতিক মানের ৩টি স্টেডিয়াম, যথা ওয়াংখেড়ে সিসিআই এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়াম রয়েছে। তবে এবার সৌরভ জানালেন, শুধু মুম্বই নয়, লিগ পর্বের ম্যাচগুলির আসর মুম্বইয়ের পাশাপাশি পুণেতেও বসবে। ফলে স্বাভাবিকভাবেই স্টেডিয়ামের সংখ্যাও বৃদ্ধি পাবে।
লিগ পর্বের ভেন্যু মোটামুটি নির্ধারিত হলেও, প্লে-অফের ভেন্যু কিন্তু এখনও ঠিক করেনি বিসিসিআই। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে পারে ম্যাচগুলি। পাশাপাশি জানা যাচ্ছে, দেশের কোভিড  পরিস্থিতি বর্তমান অবস্থার মতো থাকলে স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News