মান রাখলেন স্মৃতি মান্ধানা , পেলেন আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান

banner

#Pravati Sangbad Digital Desk:

আইসিসির বর্ষসেরা পুরষ্কারের তালিকায় এবার একেবারেই ভালো যায়নি ভারতীয় পুরুষ ক্রিকেটারদের। ব্যক্তিগত কোনও বিভাগেই পুরষ্কার জিততে পারেনবি বিরাট কোহলি, রোহিত শর্মা,কেএল রাহুলরা। শুধুমাত্র আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছে। তারা হলে রোহিত শর্মা, ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে পাকিস্তানি  ক্রিকেটারদের আইসিসি অ্যাওয়ার্ডে রমরমা কিছুটা হলেও আত্মসম্মানে লাগছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। অবশেষে ২০২১ সালের আইসিসি অ্যাওয়ার্ডে ভারতের মান রাখলেন মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। আইসিসির ২০২১ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান।

২০২১ সালটা ব্যাট হাতে অনবদ্য গিয়েছিল স্মৃতি মান্ধানার। ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। তিন ফর্ম্যাটেই নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করেছেন স্মৃতি মান্ধানা। ২০২১ সালে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০ ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্মৃতি মান্ধানা। মোট রান করেছিলেন ৮৫৫। ভারতের ওপেনার ৩৮.৮৬ গড়ে এই ৮৫৫ রান সংগ্রহ করেন। গত বছরে স্মৃতি মান্ধানার ঝুলিতে ছিল একটি সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মান্ধানা ছাড়াও দৌড়ে ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে সকলের মধ্যে বিচার করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্মৃতি মান্ধানাকেই ২০২১ সালের আইসিসির সেরা মহিলা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন। এবার আইসিসির অ্যাওয়ার্ডে একমাত্র ভারতীয় হিসেবে ব্যক্তিগত পুরষ্কার পেলেন স্মৃতি মান্ধানা।

প্রসঙ্গত, আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানা। যদিও আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের পুরস্কার হাতে তুলতে পারেনি মান্ধানা। বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত চারজনের তালিকায় নাম ছিল মান্ধানার। এই সম্মান পান ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ট্যামি বিউমন্ট ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩৩.৬৬ গড়ে ৩০৩ রান সংগ্রহ করেছেন। , স্মৃতি মান্ধানা ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩১.৮৭ গড়ে ২৫৫ রান সংগ্রহ করেছেন। তবে সেরা টি২০ একাদশে সুযোগ পেয়ে ও বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেয়ে খুশি স্মৃতি মান্ধানা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News