কলকাতা ডার্বির আগে রসগোল্লা: ডার্বিতে ড্র করলো এটিকে মোহনবাগান

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার গোয়ার ফাটার্ধা স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের সাথে খেলা ছিল ওড়িশা এফসির। বাংলা এবং ওড়িশার যেকোনো ম্যাচ হলেই তা ক্রিকেট হোক অথবা ফুটবল বা হকি, সেই ম্যাচের আগে বলা হয় রসগোল্লা ডার্বি, যদিও রসগোল্লা কাদের তৈরি তা এই কদিনে স্পষ্ট হলেও, বাংলার দল মোহনবাগান গতকাল জয় পেল না। গতকাল সম্পূর্ণ ম্যাচ মোহনবাগান যথেষ্ট ভালো খেললেও ৬০ মিনিটে মোহনবাগানের বর্তমান কোচ জুয়ান ফেরান্ডো একটি ভুল করে বসেন, তিনি রয় কৃষ্ণা কে পরিবর্তন করে মাঠে নিয়ে আসেন প্রবির দাস কে। তাছাড়াও গতকাল মোহনবাগান যথেষ্ট ভালো খেললেও ভাগ্যের জোরে ওড়িশা এফসি নিজেদের ঘরে ১ পয়েন্ট নিয়ে ফেরে।
আজকের ম্যাচে ওড়িশা এফসির কোচ রামিরেস তার দল টিকে সাজিয়েছিলেন ৪-২-৩-১ ছকে, আক্রমণে ছিলেন এটিকের প্রাক্তন খেলোয়াড় জাভি। মিডফিল্ডে ছিলেন জেরি, ইসাক, লিরিদন, ডিফেন্সে ছিলেন ভিক্টর মঙ্গিল, অ্যান্থনি, পন্বর ইত্যাদিরা।এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো তার দলকে সাজিয়েছিল ৪-২-৩-১ ছকে তাদের গোলকিপার ছিলেন আমৃন্দর সিং, ডিফেন্সে ছিলেন আশুতোষ মেহেতা, প্রীতম কোটাল, তিরি ও শুভাশিস বোস, মিডফিল্ডে ছিলেন দীপক তাংরী, মানবীর সিং, লীষ্টন কোলাসো ও রয় কৃষ্ণা, এই রয় কৃষ্ণার পরিবর্তে মাঠে এসেছিলেন প্রবীর দাস যার কারণে হঠাৎ ছন্দ পতন ঘটে মোহনবাগানের এবং আক্রমণে ছিলেন উইলিয়াম ডেভিস।

প্রথমার্ধের খেলা শুরু হওয়া থেকেই দুই দলই আক্রমণ করতে থাকলেও, মোহনবাগানের আক্রমণের তীব্রতা ওড়িশার আক্রমণের থেকে যথেষ্ট বেশি ছিল, খেলা শুরু হওয়ার ৪ মিনিটে ওড়িশা একটি কর্নার পায় যা থেকে হেক্টর রোডের গোল করার সুযোগ পেলেও হেডারের মাধ্যমে বলটিকে এটিকের গোলপোস্টের সামান্য ওপর দিয়ে বার করে দেন। মোহনবাগানের কোচ ফেরাণ্ড গতকালের ম্যাচে রয় কৃষ্ণা কে অ্যাটাকিং মিডফিল্ডার রূপে মাঠে নেমেছিলেন, যার ফলে ওড়িশার ডিফেন্স রয় কৃষ্ণা কে কোন কিছুতে আটকাতে পারছিলেন না। ৬ মিনিটে রয় কৃষ্ণা তার দুরন্ত গতিতে ওড়িশার পেনাল্টি বক্সের ভেতর গিয়ে ওড়িশার গোল মুখে একটি শট নেন, কিন্তু ওড়িশার গোলকিপার আর্সদিপ সেভ করে দেয়। তারপরেই ১৪ মিনিটে মানবীর সিং অসাধারণ একটি মাইনাস করে ওড়িশার পেনাল্টি বক্সের মধ্যে ডেভিড উইলিয়ামস এর পায়ে পড়ে এবং ডেভিড উইলিয়ামস শট নেন কিন্তু ওড়িশার ডিফেন্ডার ভিক্টর অসাধারণ একটি গোল লাইন ক্লিয়ারেন্স করেন। তারপর থেকে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসোরা একের পর এক আক্রমণ করে যাচ্ছিল ওড়িশার গোল মুখে। কিন্তু ওড়িশার গোলকিপার অর্ষদীপ এতটাই দুর্ভেদ্য হয়ে উঠেছিল যে তাকে কোন কিছুতেই আটকানো যাচ্ছিল না, বেশির ভাগ শর্ট তিনি সেভ করে দিয়েছিলেন। এইভাবে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান আক্রমণ করলেও গোল কিছুতেই আসছিল না, তার ঠিক কিছুক্ষণ পরে ৬০ মিনিটে মোহনবাগানের কোচ রয় কৃষ্ণা কে পরিবর্তন করে মাঠে নিয়ে আসেন প্রবীর দাস কে। রয় কৃষ্ণা সারা ম্যাচে ওড়িশার রক্ষণভাগকে বিচলিত করে চললেও তিনি পরিবর্তিত হওয়ার পর স্বস্তির শ্বাস নেয় ওড়িশার ডিফেন্স। এবং রয় কৃষ্ণার পরিবর্তনের পর মোহনবাগানের আক্রমণের তীব্রতা কমে যায় এবং ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে, দুই দলই ১ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে। গতকালের ম্যাচ এরপর উড়িষ্যা এফসি ৬ নম্বর স্থানে অবস্থান করছে ও এটিকে মোহনবাগান ৭ নম্বর স্থানে অবস্থান করছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News