Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১ জুলাই চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটির ঘোষণা, ব্যতিক্রম দুই দপ্তর

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল নবান্ন। আসন্ন ১ জুলাই, চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। ওই দিন দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে সরকারি দপ্তরগুলি। এরপর থেকে বন্ধ থাকবে অধিকাংশ রাজ্য সরকারি অফিস।


প্রসঙ্গত, এই ছুটি সব সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস এই ছুটির আওতায় আসছে না। তারা যথারীতি পূর্ণদিবস কাজ চালাবেন। ১ জুলাই দিনটি ভারতের চিকিৎসাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দিন। প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি 'চিকিৎসক দিবস' হিসেবে পালিত হয় সারা দেশে। প্রতি বছরের মতো এবছরও দিনটি স্মরণে রাজ্য সরকারের তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু

উলেখ্য,  এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সচেতনতা কর্মসূচি এবং ডা. রায়ের প্রতিকৃতিতে মাল্যদান। বিধানসভাতেও বিশেষ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও দিনটি ঘিরে নানা উদ্‌যাপনের চিত্র ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ এনেছে। চিকিৎসা পরিষেবায় ডা. রায়ের অবদানকে সম্মান জানাতে রাজ্য প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News