অবশেষে এ বছর থেকে রাজ্যের কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে। রাজ্যে স্নাতকে আর কলেজ ভিত্তিক ভর্তি হবে না। স্নাতকে ভরতি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের। বুধবার অভিন্ন অনলাইন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
জানা গিয়েছে, বিনামূল্যে ভর্তির ফর্ম পূরণ করা যাবে। পড়ুয়া স্থানীয় ব্লক স্থানীয় কিয়স্কে (বিএসকে) গিয়েও ফর্ম পূরণ করতে পারবেন। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজ ভিত্তিক অনলাইন এ ভর্তি নয়, কেন্দ্রীয় ভাবেই অনলাইনে কলেজে ছাত্র ভর্তি করবে রাজ্য। স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবেই অনলাইনে ছাত্র ভর্তি করবে রাজ্য। এর জেরে কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধাতালিকা তৈরি নিয়ে কোনও ক্ষমতা থাকবে না। কলেজে ভর্তিতে দুর্নীতি আটকাতেই এই প্রক্রিয়া চালু হল।
শিক্ষা দফতর জানিয়েছে, আগামী ২৪ জুন ২০২৪ থেকে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশন চলবে ৭ জুলাই পর্যন্ত। ১২ থেকে ১৮ জুলাই সিট প্রকাশ করে ভর্তিপ্রক্রিয়া শুরু করবে কলেজগুলি। ৭ অগাস্টের মধ্যে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা একসঙ্গে সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়া পশ্চিমবঙ্গ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১টি কলেজে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনও টাকা লাগবে না। একজন প্রার্থী সর্বোচ্চ ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন। একাধিক কলেজ আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা পার হয়ে গেলে অনলাইন পোর্টালে মেধাতালিকা দেখতে পারবে। ৭ জুলাই প্রথম পর্যায়ের আবেদনের শেষ তারিখ।।
আসন ফাঁকা থাকলে আপগ্রেডশন হতে পারে। প্রথমে একটি কোর্সে ভর্তি হওয়ার পর কোনও পড়ুয়া যদি ওই কোর্স ছেড়ে নতুন কোর্সে ভর্তি হয়, পূর্বের কোর্সটির তুলনায় পরের কোর্সে কম টাকা লাগে তাহলে অতিরিক্ত টাকাটি পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে।।
ইতিমধ্যে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেইল চালু করা হয়েছে। প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী-সহ কিছু কোর্স এবং বিএড কলেজ, ল কলেজ, স্বয়ংশাসিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া এই পোর্টালের বাইরে।।
দেশের মধ্যে প্রথম এই রাজ্যের কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি হবে