Flash news
  1. উচ্চ রক্তচাপ কমাতে এই খাবারেই হবে কেল্লাফতে
  2. ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: ভূতেদের হুল্লোড় আর রোমান্সে মোড়া নতুন বাংলা হরর-কমেডি
  3. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১১ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
  4. ফের বোমাতঙ্ক! থাইল্যান্ড থেকে ভারতের পথে এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য
  5. আমেদাবাদের ভয়াবহ বিমানে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও
  6. ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রায় ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল উড়ান
  7. গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে স্কুল গুলির ছুটি ঘোষণা করলো রাজ্য সরাকর
  8. "ফিটনেস না বডি শেমিং? সোশ্যাল মিডিয়ার শরীরচর্চা-সংস্কৃতি"
Sunday, June 15, 2025

ওয়াকফ-অশান্তি নিয়ন্ত্রণে ব্যর্থতা: সামশেরগঞ্জ থানার ওসি ও এসআই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড, মুখ্যমন্ত্রীর সফরের আগেই প্রশাসনিক কড়াকড়ি

banner

#Pravati Sangbad Digital Desk :

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে অশান্ত মুর্শিদাবাদে পুলিশ প্রশাসনের ব্যর্থতার জেরে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সামশেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) শিবপ্রসাদ ঘোষ ও সাব-ইন্সপেক্টর (এসআই) জালালউদ্দিন আহমেদকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত। এবার তাঁদের সাময়িক বরখাস্ত করে কড়া বার্তা দিল রাজ্য পুলিশ প্রশাসন।


প্রসঙ্গত,  গত মাসে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে অশান্তি, বিক্ষোভের নামে চলে হিংসাত্মক কার্যকলাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। এই পরিপ্রেক্ষিতেই সামশেরগঞ্জ থানা পুলিশের ভূমিকায় উঠেছিল প্রশ্ন। অভিযোগ ওঠে, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই আরও ছড়িয়ে পড়ে হিংসা। এর জেরেই ওসি ও এসআই-কে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলার সফরের ঠিক আগেই তাঁদের সাসপেন্ড করা হল। সূত্রের খবর, সাসপেন্ড থাকা অবস্থায় তাঁরা বেসিক বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি সমস্ত সরকারি জিনিসপত্র জমা দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলের সময় তাঁদের হাজিরা দিতে হবে।

সাইবার সুরক্ষা ও নিয়ম লঙ্ঘনে আরবিআইয়ের কড়া পদক্ষেপ: অ্যাক্সিস-সহ পাঁচ ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা

উলেখ্য,  এখানেই থেমে থাকেনি প্রশাসনিক রদবদল। জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ছিলেন মহম্মদ নাসির। এবার সেখানে আরও এক এএসপি নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এএসপি সৌম্যজিৎ বড়ুয়াকে বদলি করে আনা হয়েছে জঙ্গিপুরে। ওয়াকিবহাল মহলের মতে, ওয়াকফ-অশান্তি এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে ঘিরে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News