নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝেরপাড়া এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, মাত্র ১৪ বছর বয়সী এক নাবালিকাকে স্কুলের গণ্ডি না পেরোতেই ৪৫ বছরের বুদ্ধদেব ঘোষ নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করেছে। বর্তমানে মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং তাকে একটি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ১৬ জানুয়ারি থেকে। অভিযোগ, ওই দিন নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ নাবালিকাকে তার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করে। মেয়েটির পরিবারের দাবি, বিয়ের বিষয়ে তার অমত ছিল। মেয়েটির দিদি জানান, তার মা, দিদিমা, ঠাকুরমা এবং মাসি মিলেই নাবালিকাকে বুদ্ধদেবের বাড়িতে নিয়ে যায় এবং জোর করে বিয়ে দেয়। এরপর মেয়েটির দিদি নবদ্বীপ থানায় অভিযোগ জানানোর পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নবদ্বীপ থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনা নিয়ে আরও গভীর তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলছে।