দীর্ঘ ৯–১০ বছর ধরে আটকে থাকা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিতি ছবি ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির অপেক্ষায়। টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে একসঙ্গে ফের বড় পর্দায় দেখতে পাবে সিনেমা প্রেমিরা ।
সিতারে জমিন পর’ : শিক্ষা, সহানুভূতির নতুন মোড়কে মোড়া ,আমির খানের পরিচালনাই এবার বক্সঅফিসে
উল্লেখ্য, ২০১৫-১৬ সালে শ্যুটিং সম্পন্ন হওয়া ছবিটি আইনি এবং প্রযোজনা–মালিকদের মধ্যে বেআইনি জটিলতার কারণে থমকে যায় । গত ২৩ জুন প্রকাশিত হয়েছে ধুমকেতুর trailer। প্রযোজক রানা সরকারের ‘খাদান’ ও ‘সন্তান’ –এর সাফল্যের পর ‘ধূমকেতু’ –র মুক্তির বিষয়েও শর্ত আরোপ করেন । ছবি প্রকাশ্যে আসবে আগামী ১৪ আগস্ট , একথা দেব নিজেই তার সোশ্যাল মিডিয়া পোস্টারের মাধ্যম তথ্যটি নিশ্চিত করেন । এবার দেব দেখা দিবেন ৭৮ বছরের বৃদ্ধ চরিত্রে । প্রসঙ্গত শুভশ্রী রূপোলী চুলে ও নববধূ রুপে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিয়ের দৃশ্যে ভাইরাল হয়েছে । পাশাপাশি চরণজিৎ, রুদ্রনীল ঘোষ, পরমব্রতসহ পার্শ্ব চরিত্রে বিশিষ্ট অভিনেতাদের অভিনয় করতে দেখা যাবে । এই ছবির আবহসংগীত তৈরির দায়িত্বে রয়েছেন অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগেই প্রকাশিত গুঞ্জন অনুযায়ী শ্রেয়া-অরিজিৎ–এর সাথে যুগলবন্দি গান থাকবে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ছবি রিলিজের বেলা বা সময় যেটাই হোক না কেন, এটি আজকের যুগেও প্রাসঙ্গিক থাকবে।
বিশেষত দেবের বৃদ্ধ লুক দর্শকদের আকর্ষণ করেছে , দীর্ঘ অপেক্ষার পর মুক্তি এই চিত্র সবার মন কাড়বে বলে আশা করছে । ১৪ আগস্ট বড় পর্দায় ‘ধূমকেতু’ –র মুক্তি এক ধুমকেতুর মতো অভিনয়ের, সুরের ও নাটকের এক বিশাল অভিজ্ঞতা আনার সম্ভাবনা রাখে।