৭৫ লক্ষ্যেরও বেশি মানুষ যোগ দিলেন বিশ্বব্যাপী সূর্য নমস্কার কর্মসূচিতে; জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital:

সম্প্রতি গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আয়ুষ মন্ত্রকের আয়োজনে কেন্দ্রের 'আজাদি কা অমৃত মহোৎসব' উদ্যোগের অধীনে 'জীবনশক্তির জন্য সূর্য নমস্কার' কর্মসূচি তৈরী করা হয়েছে। শুক্রবার সারা বিশ্ব থেকে ৭৫ লক্ষেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সূর্য নমস্কার করেছেন।
 শুধু সাধারণ মানুষেরা নয়, সারা বিশ্ব থেকে বহু শীর্ষস্থানীয় যোগ মাস্টার এবং আরো অনেক গণ্যমান্য উৎসাহী ব্যক্তিরা এই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। এরমধ্যে শ্রী শ্রী রবিশঙ্কর, যোগগুরু বাবা রামদেব এবং সদগুরু জগ্গি বাসুদেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।ভার্চুয়াল পদ্ধতিতে এই কর্মসূচির সূচনা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

সর্বানন্দ সোনোয়াল বলেছেন, "এই সূর্য পূজা করার আসল কারণ হল মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতি ঘটানো। আর এই উন্নতি সকলের সমন্বয়ে সূর্য নমস্কারের মাধ্যমে করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচিতে বিশেষভাবে আগ্রহী। তার নেতৃত্বে, মানবজাতির স্বাস্থ্যের এবং সুস্থতার জন্য যোগ ব্যায়াম এবং এই সূর্য নমস্কার প্রচার করা হচ্ছে।" এছাড়াও প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই বলেছেন, এই সূর্য নমস্কারের উপর গবেষণা করে জানা গেছে যে, এই নমস্কার এর মাধ্যমে মানুষের শরীরে নতুনভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় এবং তার শারীরিক ভাবে মানুষকে আরো ফিট রাখে।

২০২১ এর মিস ওয়ার্ল্ড জাপান তামাকি হোশি-ও ভার্চুয়ালি এই ইভেন্টে যোগ দিয়েছিলেন। তিনি জানান, ভারত সরকারের এই উদ্যোগ সকল মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। তিনি জানিয়েছেন বিপুলসংখ্যক জাপানিরাও এই কর্মসূচিতে দৈনন্দিন যোগদান করবেন। এছাড়াও আমেরিকান যোগ একাডেমির সভাপতি ডঃ ইন্দ্রনীল বসু রায়, ইতালির যোগা ইনস্টিটিউট এর সভাপতি ডঃ অ্যান্টোনিয়েট রসি এবং সিঙ্গাপুরের যোগা ইনস্টিটিউট এর অনেক সদস্যরাও সূর্য নমস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SUTAPA DEY SARKAR

Tags:

Related News