Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

টানা তিন ম্যাচ স্থগিত, তারপরও প্রতিযোগিতা চলছেই

banner

#Pravati Sangbad Digital Desk:

কোভিডের কারণে আজকের হায়দ্রাবাদ এফসি ও জামশেদপুর এফসির ম্যাচটি কেও স্থগিত করা হলো আইএসএল এর কতৃপক্ষের থেকে। এই মারণ ভাইরাসের জন্য এই নিয়ে টানা তিন দিন ম্যাচ আয়োজন করা গেল না। তবুও প্রতিযোগিতা বন্ধ করার কোনও উদ্যোগই নিচ্ছে না এফএসডিএল।
আজ অর্থাৎ সোমবার বাম্বোলিমের অ্যাথলেটিক্স স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসি-র। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আয়োজকদের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এই ম্যাচ স্থগিত রাখা হচ্ছে।
এই নিয়ে চারটি ম্যাচ বাতিল করা হল। সর্ব প্রথম এটিকে মোহনবাগান বনাম ওডিশা এফসি-র খেলা বাতিল করা হয়,এরপর একে একে শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসি-র ম্যাচ বাতিল করা হয়। রবিবার বাতিল হয় কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি-র খেলা, এমনকী মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেড বনাম ওডিশার খেলা নিয়েও প্রশ্ন  রয়েছে, কারণ, ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন বাতিল করেছে দুই দলই।

তার পরেও কিছুদিন আগে এটিকে মোহনবাগানের সাথে ব্যাঙ্গালোর এফসি খেলা বাতিল হওয়ার পর আইএসএল এর অন্যান্য দলের খেলোয়াড়রা তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে ক্ষোভ দেখালেও, পরপর অনেকগুলো ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর তারাও আগের থেকে অনেকটাই স্থির হয়ে গেছে। সেই সব খেলোয়াড়দের কথার উত্তরে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন, লিখেছেন, ‘‘আরও বেশি দিন আমাদের বায়ো ব্যাবেলে থাকতে হবে? আমার মনে হয় সেটা আমাদের মানসিক ক্ষতি করতে পারে। কোনও অনুশীলন ছাড়া সরাসরি ম্যাচ খেলতে নামাও শরীরের পক্ষে ঠিক নয়। এটা শুধুই আমার মত।"

এরপর থেকেই আইএসএল এর একের পর এক ম্যাচ স্থগিত হতে শুরু করেছে, এরপর বাকিটা সময়ের অপেক্ষা এবং এফএসডিএল কি সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Related News