Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

এবার কি আই লিগের পর বন্ধ হতে চলেছে আইএসএল?

banner

#Pravati Sangbad Digital Desk:

 গতকাল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির খেলাটি স্থগিত করা হয়েছে করোনা ভাইরাসের কারণে। এর আগেও গত শনিবার মোহনবাগান এর সাথে ওড়িশা এফসি খেলাটিকে বাতিল করা হয়েছিল এই একই কারণে। গতকাল সন্ধ্যেতে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল, গতকাল সকালে আইএসএল এর তরফ এ বিবৃতি জানানো হয় প্রতিটি খেলার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যেমন কোন ক্লাব দল নামানোর মতো অবস্থায় আছে কিনা, এবং দলের কতজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছে। এবং সেই কারণবশত গতদিনের ম্যাচটিকে স্থগিত করা হয়েছে, সূত্রের তরফের জানা যায় যে মোহনবাগান এবং ব্যাঙ্গালোর দুই দলের চারজন করে ফুটবলার করণায় আক্রান্ত হয়েছে। 
গতকালের ম্যাচ স্থগিত হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে আইএসএল এর বাদবাকি ফুটবলাররা, সেই সব ফুটবলারদের মধ্যে একজন হচ্ছেন গোয়ার এদু বেদিয়া। তিনি তার সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেছেন "একটা টিম বাড়তি সুবিধা পাচ্ছে, আর আমাদের টিমের ৯ জনের কভিড হওয়া সত্বেও আমরা পরপর অনেকগুলো ম্যাচ খেলেছি, অথচ অন্য একটি দল এই নিয়ে দুটি ম্যাচে মাঠে নামলো না।" এদু বেদিয়া ছাড়াও মুখ খুলেছেন ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, তিনি বলেছেন " বায়ো বাবেলে থেকে ম্যাচ খেলা যা কঠিন হচ্ছে, তা আমরা যারা বায়ো বাবেলে আছি তারাই জানি। আর তাছাড়াও আমরা একই সাথে প্র্যাকটিসও করতে পারছিনা করোনা বিধির কারণে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Related News