প্রকাশিত হলো রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে বিভিন্ন দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলেই পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে ছেলে মেয়ে উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।
৮ ডিসেম্বর থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই শূন্য়পদে আবেদন জানানোর শেষ তারিখ ২৯ ডিসেম্বর। অফলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর।
বয়সসীমা- ক্লার্কশিপ পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে থাকা জন্ম তারিখ হিসেবেই বয়স নির্ধারণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকারীদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ১০টি শব্দ করতে দক্ষ হতে হবে।
মাসিক বেতন- রাজ্য সরকারের বেতন কমিশনের পে লেভেল ৬ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক পদের মাসিক বেতন ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা। সময় অনুযায়ী অথবা বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে।
আবেদন ফি- এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের ১১০ টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে জনজাতি, উপজাতি সহ সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশান সম্পূর্ণ করতে হবে। যারা ইতিপূর্বে রেজিস্টার করেছেন তাদের দ্বিতীয়বার রেজিস্ট্রেশান করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশান সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা অনলাইন লিঙ্কের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিজেদের আবেদন নথিভুক্ত করবেন। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন জানানোর ক্ষেত্রে অবশ্যই বৈধ এবং স্থায়ী মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ব্যবহার করবেন।
নিয়োগ পদ্ধতি- প্রধানত দুই প্রকার পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। প্রথম পর্বের পরীক্ষাতে মোট ১০০ টি MCQ প্রশ্ন থাকে। যার মধ্যে ইংরেজি (৩০ নম্বর), সাধারণ জ্ঞান (৪০ নম্বর) এবং পাটিগণিত (৩০ নম্বর) থেকে প্রশ্ন থাকে। এই পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। দ্বিতীয় পর্বের পরীক্ষাতে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে। এই পরীক্ষাতেও দুটি বিভাগে (বাংলা এবং দ্বিতীয় ভাষা) মোট ১০০ নম্বর থাকে। এই পরীক্ষার সময় ১ ঘন্টা।