বাড়ির থেকে আরশোলা তাড়াবেন কি করে ??

banner

#Pravati Sangbad Digital Desk:

বাড়ির অনাচ কানাচ এ লুকিয়ে থাকে আরশোলা ।কোনো বদ্ধ বা অপরিষ্কার জায়গা পেলেই বাসা বাঁধে এই প্রাণী ।ঘরের কোণ ,আসবাবপত্রের পেছন কেই আশ্রয় হিসেবে বেছে নেয় এরা।আর বাসনপত্র কখনো বা খাবার দাবার,শাকসবজি  এর ওপর দিয়ে চলাচল করে আর বিপত্তি ঘটায় ।প্রাণী টি দেখতে নিরীহ হলে ও আসলে এই আরশোলা ই ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি ।এদের জন্ম ই হয় নোংরা আবর্জনায় ।আর এরা থেকেও নোংরা পরিবেশে ।ফলত এরা খাবার দাবার কিংবা বাসন পত্রের ওপর দিয়ে চলাচল করলেই এদের গায়ে পায়ে লেগে থাকা নোংরা জীবাণু বাসন বা খাওয়ার এ লেগে যায় ,যার থেকে পরে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে ।তাই বাড়িতে আরশোলার বংশ বিস্তার না হতে দেওয়াই ভালো ।

বাড়ির থেকে আরশোলা তাড়ানোর জন্য অনেকেই বাজার থেকে কিনে আনা স্প্রে ব্যাবহার করেন ।এতে সমস্যা কিছু টা মিটলে ও পুরোপুরি নির্মূল হয় না ।আবার অনেকের বাড়িতেই ছোটো শিশু কিংবা পোষ্য থাকার কারণে বাজারের রাসায়নিক স্প্রে গুলি ব্যাবহার করেন না ,কারণ এগুলি শিশু ও পোষ্য দের o ক্ষতি করতে পারে ।সেক্ষেত্রে উপায় কি ? চিন্তার কোনো কারণ নেই ।কারণ সহজ কয়েকটি ঘরোয়া টোটকা তেই আরশোলা উধাও হবে বাড়ির থেকে ।যেমন - 

* বাড়ির মেঝে ও রান্নাঘর মোছার সময় জলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুছতে হবে ।এতে আরশোলা তো পালিয়ে যায় ই সাথে অন্যান্য পতঙ্গ রাও পালিয়ে যায় ।

* ঘরের কোনায় কোনায় কয়েকটি লবঙ্গ রেখে দিতে হবে ।লবঙ্গের তীব্র গন্ধে আরশোলা পালিয়ে যায় ।


* আরশোলা নির্মূল করার আরেকটি উপায় হলো তেজপাতা ।তেজপাতার গন্ধ আরশোলার সহ্য হয় না ।রান্নাঘরের কোনায় কোনায় তেজপাতা ভেঙ্গে ছড়িয়ে দিন ও ৮-৯ দিন। ছাড়া ছাড়া পাল্টে দিন ।আরশোলা উধাও হবে। 

* এছাড়াও কেরোসিন এ ও উপকার মিলে ।কেরোসিনের তীব্র গন্ধ আরশোলা সহ্য করতে পারে না ।তবে কেরোসিন দিলে সাবধানতার সাথে দিতে হবে ও কেরোসিন এর গন্ধ কমানোর কোনো পন্থা বের করতে হবে ।

* চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন ।আরশোলা এই খাবার খেয়ে মারা যাবে ও মাত্র তিন সপ্তাহেই সমস্যার সমাধান হবে ।

* এছড়াও ১ চামচ বোরিক পাউডার ,২ চামচ ময়দা বা আটা ও ১ চামচ কোকো পাউডার মিশিয়ে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে দিন ।আরশোলা এই মিশ্রণ খেয়ে মারা যাবে ।

         এই সমস্ত ঘরোয়া টোটকা গুলি মানলেই আরশোলার সমস্যা নির্মূল হবে ।তবে তার সাথে সাথে বাড়ি র আনাচ কানাচ ,রান্নাঘর ও আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।কোথাও নোংরা আবর্জনা জমতে দেওয়া যাবে না ।কারণ নোংরা আবর্জনা তেই আরশোলা বাসা বাঁধে ।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News