মাধ্যামিকে এবারও জেলা এগিয়ে

banner

#Pravati Sangbad Digital Desk:

গতবছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৮৬.১৫ শতাংশ। শেষবার মাধ্যমিকের পাশের হার কমেছিল ২০১৭ সালে।

বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর দেখতে পাচ্ছে ওয়েবসাইটে। ২০২৩ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনেই পর্ষদ জানিয়ে দিয়েছে ২০২৪ সালের পরীক্ষাসূচি। আগামী বছরে ২ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সম্পূর্ণ সূচি জানানো হয়েছে।

প্রথম দিন, অর্থাৎ ২ ফেব্রুয়ারি, শুক্রবার প্রথম ভাষা।

৩ ফেব্রুয়ারি, শনিবার দ্বিতীয় ভাষা

৫ ফেব্রুয়ারি, সোমবার ইতিহাস

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভুগোল

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অঙ্ক

৯ ফেব্রুয়ারি, শুক্রবার জীবনবিজ্ঞান

১০ ফেব্রুয়ারি, শনিবার ভৌতবিজ্ঞান

১২ ফেব্রুয়ারি, সোমবার ঐচ্ছিক বিষয়।


মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিল। গতবছরের তুলনায় প্রায় চার লাখ পরীক্ষার্থী কমেছে এবারের মাধ্যমিকে। মোট ৬ লাখ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছিল। তাঁদের মধ্যে পাশ করেছেন ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। অর্থাৎ, অকৃতকার্যের সংখ্যা ১ লাখেরও বেশি।

এইবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাঝি। প্রাপ্ত নম্বর ৬৯৭। সে পেয়ে ৯৯.৫৭ শতাংশ নম্বর। বই পড়তে, ভায়োলিন বাজাতে ভালবাসে দেবদত্তা। জানিয়েছে, পরবর্তীকালে আইআইটি নিয়ে পড়তে চায়। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে তৃতীয় হয়েছে ছ’জন। প্রাপ্ত নম্বর ৬৯০। তৃতীয় হয়েছে অর্ক মণ্ডল, সৌম্যদ্বীপ মল্লিক, মঃ ইমতিয়াজ, মাহির হাসান, সরাজ পাল, অর্ঘ্যদ্বীপ সাহা।

 মাধ্যমিকে চতূর্থ হয়েছে বনগাঁর সমাদৃতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ বারুই, বর্ধমানের অর্ক বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর রঘুনাথ বাড়ি রামতারক স্কুলের তুহিন বেরা। ৬৮৮ নম্বর পেয়ে পঞ্চম হল অন্বেষা চক্রবর্তী, অরিজিৎ মণ্ডল, এসান পাল, রূপায়ান পাল, অনুশ্রেয়া দাস, শুভজীৎ দেব। মাধ্যমিকে ষষ্ঠ হল বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস, সৌমজিৎ নায়েক, সুর্যেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রাণীল জশ, সতীর্থ সাহা, রায়ান আবেদিন, ঋদ্ধিশ দাস, প্রাপ্ত নম্বর ৬৮৭।

মাধ্যমিকে সপ্তম হল সুচেতনা রায়, অদৃজ গুপ্ত, অনুষ্পিতা সাঁতরা, যিষ্ণু ঘোষ, সুমন হাজরা, দেবশঙ্কর সাঁতরা, শিবেন্দু বেরা, শুভজীপ সরকার, প্রাপ্তি ঘোষাল, স্নেহা কর, সৌমী দে, ঋদ্ধিক পাল, সামরিক আখতার, প্রান্তিক গঙ্গোপাধ্যায়, সরন দেবনাথ, সত্যম বণিক, গোলাম মাসুদ, শেখ আয়ান রশিদ, মঃ ফায়ান আনিস, দেবজ্যেতি ভট্টাচার্য, প্রাপ্ত নম্বর ৬৮৬

মাধ্যমিকে অষ্টম হল শিবম মণ্ডল, অর্পণ সেন বর্মন, তিস্তা বেরা, শুভজিৎ বেজ, সোনাই মুখোপাধ্যায়, অর্চিষ্মান চক্রবর্তী, সুমিতা প্রামাণিক, শেখ আপিস জাহিন, রাজদ্বীপ শাসমল, প্রত্যূষা বর্মন, ফারহিন আখতার, আফিয়া আকিলা, অরণ্য লালা, দেবকুমার মিশ্র। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৫।

৬৮৪ নম্বর পেয়ে মাধ্যমিকে নবম হল রুদ্রনীল ঘোষ, অভীক আদক, শিবম পাঠক, আরিয়ান গোস্বামী, অর্কপ্রণ জানা, দৈপায়ন মান্না, শুভ্র সাধুখাঁ, সমুদ্র দত্ত, কৃষ্ণকলি ত্রিপাঠী, সুমাল্য মহাপাত্র, শ্রেয়া চক্রবর্তী, শবনম পরভিন, শুভদীপ চপাদার, ঈশিতা ভট্টাচার্য।

৬৮৩ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম হল তুষালি ঘোষ, তন্ময় ঘোষ, তনয়া টিকাদার, প্রত্যূষ চট্টোপাধ্যায়, শমিক মাহাতা, সাগ্নিক মণ্ডল, রুদ্রনীল দাস, রাকিব রানা লস্কর, সমায়িতা দাস, নম্রতা কোলে, অয়নদীপ সেনগুপ্ত, বিনায়ক সেনাপতি, ময়ূখ পাত্র, বিরেশ ঘোষ, বর্ণময় বারিক, সাগ্নিক রায়, অঙ্কন মণ্ডল, শুভাঞ্জন গরাই, সোনালি মাইতি, রাজদ্বীপ মাইতি, নয়াশ্রী কালিন্দি, সৌর্যদীপ দাস, দেবজিৎ রায়, অঙ্কনা দুবে,  দেবজিৎ মণ্ডল, অঙ্কুর ঘোষ, কিশানচন্দ বর্মণ, দেবরাজ হাজরা।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Priyashree

Related News