অবশেষে স্বস্তি নেমে এলো কলকাতায়!

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস জানিয়েছিল ঝির বৃষ্টির। সন্ধ্যার মুখেই দেখা গেল ঝড়ের দাপট। সেইসঙ্গে কোনও কোনও জেলায় নামল মুষলধারে বৃষ্টিও।

        সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার অর্থাৎ আজ বিকেল গড়াতেই কলকাতা-সহ হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আকাশ কালো হয়ে যায় মেঘে। পূর্ব বর্ধমানের ভাতার বাজারে রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাচ্ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে তাঁর কনভয় আটকে পড়ে। রাস্তার ধারে গাছ ভেঙে পড়ার খবর ও পাওয়া যাচ্ছে। একই ছবি দেখা গিয়েছে হুগলি এবং মেদিনীপুরেও। সেখানে এলোমেলো ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টিও।

   আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাবাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News