রাজভবন এখন থেকে 'জন রাজভবন', মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার থেকে সবার জন্য খুলে গেল পশ্চিমবঙ্গের রাজভবন।

রাজভবন এখন থেকে জন রাজভবন হিসেবে পরিচিত হবে। এবার থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খোলা থাকবে। বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই চাবি রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। রাজভবনের ভিতরে ও বাইরে ‘হেরিটেজ ওয়াক’ করতে পারবেন সাধারণ মানুষ। 

দু'দিনের সফরে বাংলায় এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে হাজির ছিলেন মমতা। সেই সময়েই মুখ্যমন্ত্রীর হাতে রাজবভনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাজভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজভবন এখন থেকে 'জন রাজভবন'। এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খোলা।

বলা হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঔপনিবেশিক মানসিকতা ভাঙতেই এই সিদ্ধান্ত। এর আগে রাষ্ট্রপতি নিজের উদ্যোগে সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ সাধারণ মানুষের জন্য খুলে দেন। এবার সেই পথেই হাঁটলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

ঔপনিবেশিক ‘রীতি’ ভাঙতেই রাজভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকারের ঘোষণা। চাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন রাষ্ট্রপতি। রাজ্যপাল সিভি আনন্দ জানিয়েছেন, এখন থেকে রাজভবন ‘জন রাজভবন’। খুব শীঘ্রই বাংলার রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’।

কিন্তু, সাধারণ মানুষের জন্য রাজভবন খুলে দেওয়ার অনুমতি দেওয়া হলেও, কবে থেকে তা খোলা হবে, তা সিদ্ধান্ত নেবে নবান্নই। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয় নিয়ে নবান্নের পূর্ত দফতরের আধিকারিকেরা বৈঠকে বসবেন। বৈঠকে থাকবেন রাজভবনের আধিকারিকেরাও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News