মাত্র কুড়ি টাকায় হারানো জেল্লা ফিরিয়ে আনুন

banner

#Pravati Sangbad Digital:

আবহাওয়ার পরিবর্তনের জন্য আমরা যেমন শারীরিক বিভিন্ন সমস্যায় যেমন সর্দি-কাশি জ্বর ইত্যাদিতে ভুগী ঠিক তেমনভাবেই কিন্তু আবার রোদে বের হলে মুখ কালো হয়ে যাওয়া, আর তার ওপর যদি মুখে মেকআপ থাকে তাহলে রোদে বেরোলে আরো ক্ষতি, এছাড়াও গরমকালে রোদের তাতে আমাদের মুখে প্রচন্ড ঘামের কারণে মুখ রুক্ষ দেখায়, আর যে কথাটা না বললেই নয় তা হচ্ছে চুলের শ্যাম্পু করলেও খুব তাড়াতাড়ি তেলচিটে দেখায় চুল। চলুন তাহলে জেনে নেই এই সবকিছু মিটিয়ে নেওয়ার ঘরোয়া উপায়। এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ প্রেমের মরসুম বলা হয় যাকে সেই সময় বাজারে গোলাপ কিনতে গেলে হয়তো একটু বেশি দাম দিতে হবে। কিন্তু এই বেশি দামি গোলাপি কিন্তু আপনার সমস্ত মুশকিল আসান ঘটাতে পারে। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি বাজারে গোলাপ জলের কোন বিকল্প নেই। নানান পুরনো প্রসাধারী সামগ্রী বিলুপ্ত হয়ে গেলেও কিন্তু আজও গোলাপ জলের উপর তার কোনো প্রভাব পড়েনি। আর তার জন্য আপনি গোলাপের পাপড়ি বেটে তৈরি করে নিতে পারেন এক দুর্দান্ত ফেসপ্যাক যা আপনার মুখে লাগালে সুফল পাবেনই। কারণ গোলাপের পাপড়ির মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ইনফ্লেমেটরি উপাদান। যার কারনে এই পাপড়ি বাটার সাথে এক চামচ লেবুর রস, একটু দুধের সর আর এক চামচ চন্দন পাউডারের সাথে মিশিয়ে তৈরি করে ফেলুন এই ফেসপ্যাক যা আমাদের মুখে দুর্দান্ত কাজ করে। তাই আর দেরি নয় আজই বানিয়ে ফেলুন এই ফেস প্যাক। কিন্তু মনে রাখবেন এই ফেসপ্যাক মুখে লাগানোর পর ১৫ মিনিট রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন। এছাড়াও আপনি গোলাপের পাপড়ির সাথে সামান্য একটুও কমলালেবুর খোসা বাটার গুঁড়ো আর এক চামচ মধু মিশিয়ে তৈরি করে নিতে পারেন আরও এক বিকল্প ধরনের ফেসপ্যাক। এবং এতেও কিন্তু মাত্র ১৫ মিনিটেই কাজ হবে আপনার ত্বকে। কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি মুখ ধোয়ার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবং সবশেষে মশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News