শুরু হতে যাচ্ছে তারকাদের ক্রিকেট লিগ, দেখে নিন পূর্ণ সূচি

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী ১৮ এপ্রিল তারকাদের ক্রিকেট লিগ সি এল বিকল্প সেলিব্রেটি ক্রিকেট লিগ এর নবম আসর শুরু হচ্ছে। ২০১৯ পর করোনার প্রাদুর্ভাবের জন্য এই ক্রিকেট লিগ লাভ আর করা সম্ভব হয়নি।

এখন পরপর সামনে আনা হয়েছে সি এল এর নতুন আসনের সুচি। আইডি গানের নটি প্রধান আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের অভিনয়শিল্পীদের অংশগ্রহণ করবে এই ক্রিকেট লিগে। প্রসঙ্গত, ২০১১ সালে এই ক্রিকেট শুরু হয়েছিল। এই লিগে অংশ নেবে মোট আটটি দল। দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গল টাইগার্স, কর্ণাটকা বুলডোজারস, মুম্বই হিরোজ, চেন্নাই রাইনোজ, কেরালা স্ট্রাইকার্স, ভোজপুরি দাবাংস এবং পাঞ্জাব ডিশের। এ বছর সি এল শুরু হবে বাঙ্গালুরুতে এবং ফাইনাল খেলা হায়দ্রাবাদে আগামী ১৯শে মার্চ।

টলিউড-বলিউডই শুধু নয়, দেশের বিভিন্ন ফিল্ম ইন্ড্রাস্টির তারকারা অংশ নেবেন আট দলের এই প্রতিযোগিতায়। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১৬টি লিগের ম্যাচ এবং দুটি সেমিফাইনালের পর ঠিক হবে, ট্রফির ম্যাচে কারা যোগ্যতা অর্জন করবে।

মুম্বইয়ে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড-বলিউডের তারকারা। মাঠে নামার জন্য মুখিয়ে রূপোলী পর্দার জনপ্রিয় তারকারা। মোট আটটি দল হল বেঙ্গল টাইগার্স, মুম্বই হিরোস, কেরালা স্ট্রাইকার্স, চেন্নাই রাইনোস, তেলেগু ওয়ারিয়র্স, কর্ণাটক বুলডোজার্স, পঞ্জাব দি শের এবং ভোজপুরি দাবাং। পুল এ-তে রয়েছে বেঙ্গল টাইগার্স, চেন্নাই রাইনোস, কেরালা স্ট্রাইকার্স এবং পঞ্জাব দি শের। পুল বি-তে রয়েছে ভোজপুরি দাবাং, কর্ণাটক বুলডোজার্স, মুম্বই হিরোস এবং তেলেগু ওয়ারিয়র্স। মুম্বই টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সলমন খান। এই দলের কর্ণধার সোহেল খান। কেরল টিমের অন্য়তম কর্ণধার মোহনলাল। বেঙ্গল টাইগার্সের কর্ণধার বনি কাপুর। বাংলা দলকে নেতৃত্ব দেবেন যীশু সেনগুপ্ত। মুম্বই দলের অধিনায়ক রীতেশ দেশমুখ, পঞ্জাবের সোনু সুদ, কর্ণাটকের কেইশা সুদীপ এবং ভোজপুরি দাবাংয়ের অধিনায়ক মনোজ তিওয়ারি। টি-১০ ফরম্যাটে খেলা হবে।

প্রসঙ্গত, এই ক্রিকেট লিগের প্রথম আসরে সলমন খান ছিলেন। সেবার খেলতে দেখা গিয়েছিল মুসলিম ববি দেওল, মোহনলাল, সোনুসুদ, সুনীল শেট্টির মতো তারকাদের। অন্যান্য ভিন্ন দলকে সমর্থন জোগাতে উপস্থিত থাকবে বহু তারকারা।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News