ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশ নিচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতন ব্যবস্থা

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনা ভাইরাস (Coronavirus) যে চরিত্র বদলে অন্য স্ট্রেন তৈরি করেছে সে খবর প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) জানায় দক্ষিণ আফ্রিকা (South Africa)। সে দেশে করোনার নতুন প্রজাতি 'ওমিক্রন' (Omicron) ধরা পড়তেই সাবধান করেছিল বিশ্বকে। কিন্তু এর পরিবর্তে সে দেশকে শাস্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 
দক্ষিণ আফ্রিকা:-
দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, দক্ষিণ আফ্রিকা নতুন স্ট্রেন সম্পর্কে WHO-কে সতর্ক করার পরপরই, অনেক দেশ ভাইরাসের সংক্রমণ বন্ধ করার জন্য বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি দক্ষিণ আফ্রিকার পর্যটন শিল্প এবং ব্যবসার ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে। 
মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "উন্নত জিনোমিক সিকোয়েন্সিং এবং দ্রুত নতুন রূপগুলি শনাক্ত করার ক্ষমতার জন্য দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার সমান এই ভ্রমণ নিষেধাজ্ঞা। বিজ্ঞানের উন্নতির জন্য প্রশংসা প্রাপ্য ছিল।" তবে অন্য বেশ কয়েকটি দেশেও ইতিমধ্যেই এই ভাইরাসের প্রজাতিটি পাওয়া গিয়েছে। সে প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, সে দেশের সঙ্গে কোনও যোগসূত্র নেই। 
তবে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি দেশের আর্থিকভাবে যে ক্ষতির কারণ হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 
ক্রমে ক্রমেই 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' ওমিক্রন চিন্তার কারণ হয়ে উঠছে বিশ্বের। একাধিক দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া স্ট্রেন। সেই আবহে দেশে এই প্রজাতির সংক্রমণ রুখতে বিদেশি যাত্রীদের জন্য নয়া নিয়ম আনল সরকার।  
ইতিমধ্যেই ব্রিটেন, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার বেশ কিছু দেশে উড়ান পরিষেবা বন্ধ করেছে। ওমিক্রন-আতঙ্ক আমেরিকাতেও। করোনার নতুন প্রজাতির আক্রমণের আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কে জারি হতে চলেছে জরুরি অবস্থা। বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই পর্যটকদের জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করছে। 
আমেরিকা:-
এই পরিস্থিতিতে আমেরিকার টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্না জানিয়েছে, তাদের টিকা ডেল্টা স্ট্রেনকে ঠেকাতে বহুলাংশে সফল হলেও ওমিক্রন ঠেকাতে তেমন কার্যকর হবে না বলেই আশঙ্কা। বাকি প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থাগুলি ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতা নিয়ে এখনও মুখ খোলেনি।
তা হলে উপায়? সেই মাস্ক পরা আর সামাজিক দূরত্ববিধি পালনের মতো আদি এবং অকৃত্রিম পন্থাতেই আস্থা রাখার পরামর্শ দিয়েছেন আমেরিকার করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। পাশাপাশি তাঁরা ভরসা রাখছেন বুস্টার ডোজ় ও টিকাকরণের উপরেই। ওমিক্রনের আতঙ্কে অযথা না-ঘাবড়ানোর কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘‘ওই স্ট্রেনটি ভেরিয়েন্ট অব কনসার্ন, ভেরিয়েন্ট অব প্যানিক নয়।’’ অর্থাৎ ভেরিয়েন্টটি উদ্বেগের কারণ বটে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রায় সেই সুরেই ফাউচি বলেছেন, ‘‘নতুন নতুন স্ট্রেন অবশ্যই উদ্বেগ জাগাচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কাছেও পাল্টা হাতিয়ার রয়েছে।’’ করোনার সঙ্গে লড়াই করতে টিকাকরণের উপরেই জোর দিচ্ছে বাইডেন সরকার।
আমেরিকায় অধিকাংশ প্রাপ্তবয়স্কের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ় নেওয়ার উপরে জোর দিচ্ছেন প্রেসিডেন্ট। ফাউচি বলেছেন, সম্পূর্ণ টিকাকরণ এবং বুস্টার ডোজ় নেওয়া থাকলে সব রকমের করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। ওমিক্রনের মতিগতি বুঝে প্রয়োজনে টিকার ডোজ়েও পরিবর্তন আনা হবে বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট।
বাংলাদেশ:-
বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রবেশ ঠেকাতে, যে দেশগুলোতে এটির সংক্রমণ হয়েছে, সেদেশগুলো থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত সরকারের কারিগরি কমিটি।
একটি সভায় সরকারকে মোট চারটি পরামর্শের কথা জানানো হয়েছে।কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণ আফ্রিকা সহ আশপাশের দেশ জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ডে থেকে যাত্রী প্রবেশের উপর এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এই কয়টি দেশ এবং যে দেশগুলোতে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গেছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধের পরামর্শ দেয়া হয়েছে।
এই কমিটির একজন সদস্য ভাইরোলজিষ্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, কোন ব্যক্তির এসব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণের ইতিহাস থাকলে তাদের সরাসরি বিমানবন্দরেই আলাদা করে পরবর্তী ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি।
তিনি বলেন, "বাংলাদেশের যেসব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করে সেখানেই পরীক্ষার কার্যকর ব্যবস্থা রাখা দরকার। আর যেহেতু প্রায়শই দেখা যায় অনেককিছু ঠিক মতো কাজ করে না, সে কারণে কারো শরীরে নতুন ভ্যারিয়েন্টটির উপস্থিতি পাওয়া গেলে, যেদেশ থেকেই আসুক, তাদেরও কোয়ারেন্টিনে রাখার কথা বলেছি আমরা।"
ওমিক্রনের কথা মাথায় রেখে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।
রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ যেসব আয়োজনে জনসমাগম হয় সেগুলো সীমিত করার কথাও সুপারিশে বলা হয়েছে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে সেভাবে খোলা রাখার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম।ওমিক্রনের প্রবেশ ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এরকম বক্তব্যের একদিন পরে কারিগরি কমিটি এমন সুপারিশ দিল।
নেদারল্যান্ডস:-
করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র তথ্য অনুসারে,৭৭ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় দ্রুত গতিতে ছড়াতে পারে। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও কোনও দেশে সংক্রমণের শৃঙ্খল ছিন্ন করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  লকডাউন জারি, পরীক্ষার সংখ্যা বাড়ানোর সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এরইমধ্যে কোভিড ১৯ মোকাবিলার রণকৌশল নির্ধারনের ব্যাপারে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের পরামর্শদাতা স্বাস্থ্য বিশেষজ্ঞরা  বলছেন, ওমিক্রন সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হবে। 
নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো জে ডং (Hugo de Jong) গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, সরকার করোনার নয়া ভ্যারিয়েন্টের ক্রমবর্দ্ধমান সংক্রমণের বিষয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, আমি নিজে থেকে এ ব্যাপারে কিছু বলব না। কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবে। উল্লেখ্য, ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকার আজ অর্থাৎ শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকে ওমিক্রন সংক্রমণের শৃঙ্খল ভঙ্গ করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে, সেগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ফ্রান্স:-
স্থানীয় সংবাদপত্র করিয়ের ডেলা সেরার প্রতিবেদনে বলা হয়েছে,  গত ২৩ যে ডিসেম্বর মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি টিকার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করেছেন।  যাতে ডিস্কো ও স্টেডিয়ামসহ জনাকীর্ণ স্থানে প্রবেশের জন্য করোনার নেগেটিভ ফলাফল দেখাতে হবে। বাইরে মাস্ক পরার পাশাপাশি সিনেমা ও থিয়েটারে প্রবেশের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্টও বাধ্যতামূলক হবে।
বর্তমান নিয়মে, যাদের টিকা দেওয়া হয়েছে বা সম্প্রতি এই রোগ থেকে সেরে উঠেছেন তাদের বার, রেস্তোরাঁ, জাদুঘর, সিনেমা, ক্লাব ও ক্রীড়া ইভেন্টগুলোতে অভ্যন্তরীণ অবাধ যাতায়াতের সুযোগ রয়েছে।
সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টাদের একজন ফ্রাঙ্কো লোকেটেলি স্থানীয় সংবাদপত্রকে বলেছেন, 'কিছু ব্যবস্থা- যেমন বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা... শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।'
ইতালিতে ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা কর্মী, স্কুল কর্মচারী, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের জন্য টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জানুয়ারি থেকে সব কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশকারীদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে এ কথা বলেন তিনি।
জার্মানি, আয়ারল্যান্ড এবং ডেনমার্ক, ফ্রান্স সব দেশগুলিই নতুন বছর শুরুর পূর্ব দিনগুলি আন্তরিকভাবে শুরু করার ইচ্ছায় বিধিনিষেধ শিথিল এর কথা বিবেচনা করছিল,কিন্তু বেশীরভাগই এই সপ্তাহে অনাবাসী ব্রিটিশদের জন্য তার সীমানা বন্ধ করে দিয়েছে।
আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন যে একটি নিষ্ঠুর ভাইরাস,এটি প্রতিরোধে বার এবং রেস্তোরাঁগুলো বন্ধ করা ছাড়া সরকারের কাছে আর কোন উপায় নেই।

তিনি টুইটারে বলেন, "আমরা সবাই রাগ, হতাশা, হতাশা, বিষণ্ণতা অনুভব করছি, কিন্তু এটি আমাদের জনগণকে নিরাপদ রাখার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বিচ্যুত করতে পারে না।"
এমন নিয়মের অধীনে, ব্রিটেন থেকে জার্মানিতে আসা ভ্রমণকারীদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিন এ থাকতে হবে বলেও নিয়ম জারি হতে পারে বলে জার্মান স্বাস্থ্য-মন্ত্রণালয় এর মুখপাত্র বলেছেন।
ওমিক্রনের আগমনে ব্যাংক এর ক্ষেত্রেও বিশেষ প্রভাব পড়েছে।  ব্যাংক অফ জাপান তার জরুরি মহামারী তহবিল ডায়াল-ব্যাক করে,অতি-আলগা মুদ্রা নীতি বজায় রেখেছে।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেছেন, ওমিক্রনের বিস্তার বন্ধ করার জন্য কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা "পুনরুদ্ধারে বিলম্ব করতে পারে" এবং ইসিবি মহামারী সহায়তা কর্মসূচির দ্রুত গতি কমানোর সংকেত দিতে ব্যর্থ হয়েছে। বিপরীতে, উচ্চ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করে, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড রেট বাড়িয়েছে, মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথম জি৭ অর্থনীতিতে পরিণত হয়েছে।ইউএস ফেডারেল রিজার্ভ, দাম নিয়ে চিন্তিত এবং পরের বছর কঠোর করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Related News