সক্রিয় হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি

banner

#Pravati Sangbad Digital Desk:

হাওয়াই দ্বীপপুঞ্জে গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় লাভা অগ্নুত্‍পাত শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যেকোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি। ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্‌গিরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদ্‌গিরণ হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পূর্ববর্তী রেকর্ডের ওপর ভিত্তি করে ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রাথমিক পর্যায়ে খুবই তীব্র ও গতিশীল হতে পারে এবং লাভা প্রবাহের অবস্থান এবং দিক দ্রুত পরিবর্তন করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় পরিবেশের বায়ুর উপাদান পরীক্ষা করবে সম্ভাব্য বিপদ নিরূপণ করতে চেষ্টা করবে যাতে অগ্ন্যুৎপাতকে আরও ভালোভাবে উপলব্ধি করা সম্ভব হয়। ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, অগ্ন্যুৎপাত শুরুর পর দুই ঘণ্টায় এই অঞ্চলে ২ দশমিক ৫ মাত্রার এক ডজনেরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ২ রিখটার স্কেল মাত্রার। মনালোয়া আগ্নেয়গিরিটি হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে। আগ্নেয়গিরির চূড়াটি প্রশান্ত মহাসাগর পৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬৭৯ ফুট উঁচু। সর্বশেষ, ১৯৮৪ সালের মার্চ এবং এপ্রিলে অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরিতে। সে সময় স্থানীয় হিলো শহরের ৮ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত লাভা চলে গিয়েছিল।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News