কিম জম উনের হাত ধরে মিসাইল দেখছে ১০ বছরের কিশোরী যার পরিচয় জানলে অবাক হবেন

banner

#Pravati Sangbad Digital Desk:

এই প্রথম কিমের মেয়ের ছবি প্রকাশ করল দেশের একমাত্র রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন। যদিও মেয়ের নাম বয়স বা অন্য কোন তথ্য প্রকাশ করেনি। সংবাদে এটি প্রকাশিত হয়েছে যে উত্তর কোরিয়ার বিশাল স্বৈরাচারী শাসক কিম তার ১০ বছরের মেয়েকে নিয়ে দেখাতে গেল পরমাণু ঠাসা বিশাল মিসাইল। যদিও একটি গুপ্তচর সংস্থা দাবি করেছে যে কিম তার যে মেয়েটিকে নিয়ে মিসাইল উৎক্ষেপণ দেখতে গিয়েছিলেন সেটি ছিল তার দ্বিতীয় সন্তান। যদিও কিমের অল্প বয়সী কন্যা সম্পর্কে কোন কিছুই স্বীকার করেনি উত্তর কোরিয়া। তবে এসআইএন দাবি করেছেন কিমেরই সন্তান। কারণ মেয়েটির সঙ্গে কিম এর শারীরিক চেহারার যথেষ্ট মিল রয়েছে এবং মেয়েটি তার সমবয়সীদের তুলনায় কিছুটা হলেও স্থুল আর লম্বা। যা কিমের চেহারার সঙ্গে মেলে। অপরদিকে কেসিএন সংবাদমাধ্যমে মেয়েটির নাম এবং বয়সের কোন তথ্য পাওয়া যায়নি কিন্তু একটু গুপ্তচর সংস্থা থেকে জানা গেছে মেয়েটির নাম জু এবং বয়স মাত্র ১০ বছর। এছাড়া আর কোন তথ্য তারাও প্রকাশিত করেনি। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসকরা সর্বদাই নাবালকদের মিডিয়া এবং অন্য কোন বড় অনুষ্ঠান থেকে সর্বদাই দূরে রাখেন, তাই কিম প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই প্রকাশ্যে এসেছিলেন রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই প্রথম কিমের কোন সন্তানকে নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রসঙ্গত কিমের পূর্ববর্তী জীবন নিয়েও আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার মিডিয়ার অনুমান কিম ২০০৯ সালের রি নামের একটি মহিলাকে বিবাহ করেছিলেন এবং তারপর তাদের তিনটি সন্তানের কথা তারা উল্লেখ করে যারা যথাক্রমে ২০১০, ১৩ ও ২০১৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিল দুজন কন্যা ও একজন পুত্র সন্তান। এনবিএ তারকা ডেনিস রডম্যান দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন, এবং সেখান থেকে ফিরে তিনি দাবি করেন তিনি কিমের একটি কন্যা সন্তানের সঙ্গে আলাপ করেছিলেন, যার নাম জু। ছবিতে দেখা গেছে একটি মেয়ে যার লম্বা চুল এবং পায়ে ছিল লাল জুতো, বাবার হাত ধরে মিসাইল এর সামনে দিয়ে হাঁটছে। কিমের সাথে এই কিশোরীর ছবি দেখেই সংবাদমাধ্যমে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

               

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Related News