পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সহজেই, স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনল কেন্দ্র

banner

#Pravati Sangbad Digital Desk:

পাসপোর্ট তৈরি থেকে ভেরিফিকেশনের প্রক্রিয়া এবার হবে আরও সহজ। সম্প্রতি সেই উদ্দেশ্য নিয়েই একটি অ্যাপ তৈরি করেছে বিদেশ মন্ত্রক।

যারা পাসপোর্ট তৈরি করিয়েছেন, তাঁরা কমবেশি সকলেই জানেন ভেরিফিকেশনের প্রক্রিয়া খুব একটা সহজ নয়। বারবার পুলিশের হুজ্জুতি, থানায় যাওয়া কিংবা বাড়িতে পুলিশের আসা। তবে সেই অভিজ্ঞতাকেই এবার নাগরিকদের জন্য আরও সহজ করে দিতে চায় বিদেশ মন্ত্রক। আর তার জন্যই তৈরি হয়েছে এমপাসপোর্ট পুলিশ অ্যাপ।

এই অ্যাপের সাহায্যে পাসপোর্ট এখন আরও দ্রুত এবং সহজ হবে। এই সরকারি ডিজিটাল সার্ভিস ভারতীয় নাগরিকদের জীবন এখন আরও সহজ হয়ে যাবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন অ্যাপ লঞ্চ করেছেন। তারপর তিনি এমনই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে 15 দিন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না পুলিশি ভেরিফিকেশনের জন্য। তিনি অবশ্য এই কথাটা কেউ দিল্লিতে বসে পাসপোর্টের জন্য আবেদন করলে তাঁদের জন্য বলেছেন।


তবে এই অ্যাপ কিন্তু নাগরিকদের জন্য নয়। বরং অ্যাপটি তৈরি করা হয়েছে পুলিশ স্টেশন ইউজারদের জন্য। অর্থাৎ যাঁদের কাছে পিএসপি পুলিশ (ওয়েব) অ্যাপ্লিকেশনের অ্যাকসেস রয়েছে, তাঁরাই ব্যবহার করতে পারবেন এই এমপাসপোর্ট পুলিশ অ্যাপটি। ভেরিফিকেশনের জন্য পুলিশকে মোবাইল ট্যাবলেট দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক। এখন গোটা ভেরিফিকেশনের প্রক্রিয়াটাই হবে অনলাইনে। ফলে পাসপোর্ট হাতে পেতে নাগরিকদের আগে যে দীর্ঘ অপেক্ষা করতে হত, তা অনেকটাই কমানো যাবে বলে আশাবাদী মন্ত্রক।

জানা গিয়েছে দিল্লি পুলিশকে 350টির বেশি ট্যাবলেট দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক। দিল্লি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ আছে সেখানে তাদের আধিকারিকদের এই ট্যাবলেট দেওয়া হয়েছে। এখন আর এই প্রক্রিয়ার জন্য আর কোনও পেপারওয়ার্ক হবে না। গোটাটাই হবে পেপারলেস। আসলে বহুদিন আগেই নরেন্দ্র মোদী তাঁর ডিজিটাল ভারতের স্বপ্নের কথা জানিয়েছেন। এবার তিনি পেপারলেস ইন্ডিয়ার দিকে এগোচ্ছেন। পর পর কয়েক বছর পেপারলেস বাজেট পেশ করা হল। UPI লেনদেনের মাধ্যমে ক্যাশলেস দুনিয়ার দিকেও এগিয়েছে ভারতে। এবার এই পেপারলেস ভাবনাটিকে আরও শক্তপোক্ত করতে পাসপোর্ট ভেরিফিকেশনকে ডিজিটাল মাধ্যমে করতে চলেছে সরকার। এতে স্বচ্ছতা বজায় রাখার সঙ্গে, দ্রুত কাজ করা যাবে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News