করোনা ভাইরাসের পর এবার খোঁজ পাওয়া গেল ৪৮ হাজার বছর আগের ভাইরাসের

banner

#Pravati Sangbad Digital Desk:

ইতিমধ্যে করোনা ভাইরাস দুনিয়াকে নাকানিচোবানি খাইয়েছে। এদিকে আবার চীনে ফের নতুন করে আবার করোনা ভাইরাসের দাপট দেখা দিচ্ছে। তারই মধ্যে বরফের নীচে চাপা পড়ে থাকা ৪৮ হাজার বছরের পুরনো ভাইরাসের খোঁজ পাওয়া গেল। ৪৮ হাজার বছর বরফের নীচে সমাহিত থাকা এই ভাইরাস মানুষ, প্রাণীর ক্ষতি করতে পারে। ইনফেকশন ছড়াতে পারে। সেই মারণ ভাইরাস হঠাৎ জেগে উঠেছে। তার পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা করছেন ইউরোপীয় গবেষকরা। এই ভাইরাস বিশ্বে করোনা ভাইরাসের মতই দাপিয়ে বেরাবে বলেই আশঙ্কা তাঁদের। রাশিয়ার সাইবেরিয়ার চিরহিমায়িত অঞ্চলে সাড়ে ৪৮ হাজার বেশি সময় পরও বরফের নিচে সংক্রামক অবস্থায় “জম্বি ভাইরাস” পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ প্রাচীন চিরহিমায়িত অঞ্চলের গলে যাওয়া মানবজাতির জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ প্রাচীন চিরহিমায়িত অঞ্চল গলে যাওয়া বরফের নিচে থাকা প্রায় দুই ডজন ভাইরাস পুনরুজ্জীবিত করেছেন গবেষকরা। এর মধ্যে একটি ভাইরাস সাড়ে ৪৮ হাজারের বেশি সময় পরও বরফের নিচে সংক্রামক অবস্থায় পাওয়া গেছে। এটিকে মানবজাতির জন্য হুমকি বলে উল্লেখ করছেন তারা।রাশিয়ার সাইবেরিয়ার চিরহিমায়িত অঞ্চলের একটি হ্রদ থেকে সংগৃহীত প্রাচীন নমুনা পরীক্ষা করেছেন ইউরোপীয় গবেষকরা। তারা ১৩টি নতুন জীবাণু পুনরুজ্জীবিত এবং এসব জীবাণুর বৈশিষ্ট্য নির্দিষ্ট করেন। আর এসব ভাইরাসকে গবেষকরা ‘জম্বি ভাইরাস’ নাম দিয়েছেন। হিমায়িত মাটিতে আটকে থাকার পর বহু সহস্রাব্দ কাটিয়েও ভাইরাসগুলো সংক্রামক রূপে দেখতে পেয়েছেন গবেষকরা।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন যে, বায়ুমণ্ডলের উষ্ণায়নের প্রভাবে হিমায়িত অঞ্চলের গলিত মিথেনের মতো পূর্বে আটকে থাকা গ্রিনহাউস গ্যাস মুক্ত হলে জলবায়ু পরিবর্তন আরো ভয়াবহ আকার ধারণ করবে। কিন্তু সুপ্ত জীবাণুর ওপর এর প্রভাব কম বোঝা যায়। রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের গবেষকদের দলটি বলেছে যে তারা ভাইরাসগুলিকে নিয়ে গবেষণা করেছে। এবং তারা জানতে পেরেছে ভাইরাসগুলি পুনরুজ্জীবিত হয়ে উঠছে। এই ভাইরাসের স্ট্রেনগুলি অ্যামিবা জীবাণুগুলিকে সংক্রামিত করতে পারে, তা অনেক বেশি সমস্যা ঘটাতে পারে প্রাণীকুলে। এই ভাইরাসের পুনরুজ্জীবনে প্রাণী বা মানুষ সংক্রামিত হতে পারে। ‘ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ’ সংস্থাটির বৈজ্ঞানিক জ়াঁ মারি অ্যালেম্পিক তাঁর গবেষণাপত্রে এক বিপর্যয়ের আভাস দিয়েছেন। তিনি বলেন, “যদি ওই ভাইরাস এক বার প্রাণিজগতে ছড়িয়ে পড়তে শুরু করে, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যবে।” বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, কোভিড ১৯-এর পর ‘জ়ম্বি’ ভাইরাসই মানবদেহের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। তবে এই ভাইরাসটি আলো, তাপ এবং অক্সিজেনের সংস্পর্শে এলে, তার ক্ষমতা কতটা বাড়বে, তা নিয়ে এখনও গবেষণা চলছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News