Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

সুস্বাদু খাবারের সঙ্গে মহাকাশে বসে পৃথিবী দেখার দারুণ সুযোগ

banner

#Pravati Sangbad Digital Desk:

আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু মহাকাশ, গ্রহ, নক্ষত্র ইত্যাদির বিষয় পড়েছি, শুনেছি ও মহাকাশের বা সেখানে গ্রহ-“নক্ষত্রের ছবি-ভিডিও ইত্যাদি দেখেছি। কিন্তু বাস্তবে মহাকাশ কেমন হয়? সেখান থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে? সেখানে যেহেতু মাধ্যাকর্ষন শক্তি থাকে না সেখানে থাকার অনুভূতি কেমন হয় সেই বিষয় জানার ভাগ্য কোনো সাধারণ মানুষের হয়নি আজ পর্যন্ত। অনুভূতিকে উপভোগ করার ভাগ্য শুধু বিজ্ঞানীদের রয়েছে। কিন্তু যদি বলি এবার থেকে শুধু বিজ্ঞানী নয় আপনিও চাইলে মহাকাশে যেতে পারবেন এবং সেখান থেকে দেখতে পারবেন পৃথিবীকে কেমন লাগে। কী বিশ্বাস হচ্ছে না? তবে জানিয়ে দি যে বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। এখন মহাকাশ আপনার হাতের মুঠোয়। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন লাগে তা আর কেবল মহাকাশচারীদের দর্শনীয় নয়। এবার আমজনতাও তা অনায়াসে প্রত্যক্ষ করতে পারবেন। শুধু পৃথিবী কেন? মহাকাশ জুড়ে ছড়িয়ে থাকা অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্রই ধরা পড়বে চোখে। তাও আবার মহাকাশে বসে। আর আবার শুধু মুখে নয়। দারুণ সব জিভে জল আনা খাবারে রসনা তৃপ্তির সঙ্গে সঙ্গে চলবে এই মহাকাশ দর্শন। কারণ যিনি এখানে উপস্থিত হবেন তিনি একটি স্পেস স্টেশনে উপস্থিত হবেন। মহাকাশে রয়েছে স্পেস স্টেশন। সেখানে দিনের পর দিন থেকে নানা গবেষণার কাজ করেন মহাকাশচারীরা। প্রয়োজনে মহাকাশেও ভেসে পড়েন। মহাকাশ থেকে দেখেন পৃথিবীকে।

এখানে ঢুকলে মনে হবে তেমনই স্পেস স্টেশনে প্রবেশ করেছেন কেউ। সেভাবেই সবটা সাজানো হয়েছে। দরজা, জানালা, দেওয়াল, সিলিং, লিফট সবই মহাকাশে থাকার জানান দেবে। এমন এক জায়গায় নিছক ঘুরতেই যাওয়া যেতে পারে। তবে এখানে এই বিরল অভিজ্ঞতার পাশাপাশি পাওয়া যায় দারুণ সব খাবার। প্রাথমিকভাবে সেই খাবার খেতেই প্রবেশ করতে হবে যে কাউকে। সঙ্গে মিলবে মহাকাশে থাকার অভিজ্ঞতা। কারণ এটি আর কিছুই নয়, একটি রেস্তোরাঁ। তবে মহাকাশের থিমে তৈরি। যেখানে কাচের ধারের টেবিলে বসে খেতে খেতে দেখা যায় মহাকাশ। দূরে নজরে পড়ে পৃথিবী। ঠিক যেমন মহাকাশে থেকে পৃথিবীকে দেখতে লাগে ঠিক সেরকম। মার্কিন যুক্তরাষ্ট্রের অরলান্ডোর ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এই রেস্তোরাঁ। যেখানে বুকিং পাওয়াই এখন দুর্লভ হয়ে উঠেছে। আর তার জন্য তার সুস্বাদু খাবারের পাশাপাশি মূলত দায়ী এর মহাকাশ থিম। যেটা দেখতেই এ রেস্তোরাঁয় খেতে আসতে উপচে পড়ছে ভিড়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News