মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে কর্মবিরতি, পিছিয়ে গেল বেশ কিছু মামলার শুনানি

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতির ডাক দিলেন কলকাতা হাইকোর্টের কর্মীরা। কলকাতা হাইকোর্টের মোট ৬টি কর্মী সংগঠনের মধ্যে ৫টি সংগঠনের কর্মীরা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন, যার ফলে পিছিয়ে গেল বেশ কিছু মামলার শুনানি। সূত্রের খবর, কর্মবিরতির খবর পেয়ে অনেক বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান, যার ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। আদালতের কর্মী সংগঠনের দাবি, ‘রাজ্যের বর্তমান সরকার তাঁদের ন্যায্য মহার্ঘ ভাতা দিচ্ছে না, রাজ্যের বেশ কিছু কর্মচারী কিছু পরিমাণে মহার্ঘ ভাতা পেলেও তাঁরা এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত’।

 উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ আরও কিছুজন বিচারপতির এজলাসে শুনানি চললেও, বেশির ভাগ মামলার শুনানি বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্ত কর্মীরা সাধারণত আদালতের সমস্ত ধরনের কাজের রেকর্ড রাখেন, সেই সাথে কম্পিউটারে মামলার নথি রেকর্ড করে রাখেন এবং অনেক নথি ফাইল করে রাখেন। তাই কেরানি কর্মীদের কর্মবিরতির জন্য প্রয়োজনীয় নথির অভাব হচ্ছে আদালতের কাজে। সেই কারণেই কার্যত আজ বুধবার বিচারের কাজে অচলবস্থা তৈরি হয়েছে।

 কলকাতা হাইকোর্টে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ আসেন তাঁদের ন্যায্য বিচারের আশা নিয়ে, তার মধ্যে থাকে জমি সংক্রান্ত মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা, আইনি জটিলতা সংক্রান্ত মামলা। কিন্তু কর্মবিরতির ফলে আজ সকাল থেকেই বিঘ্নিত আদালতের স্বাভাবিক কার্যক্রম। তার মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলার শুনানি, প্রয়োজনীয় নথির অভাবে সেই সমস্ত মামলার শুনানিও পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News