Flash news
    No Flash News Today..!!
Wednesday, March 19, 2025

10,000 ফ্রেশার নিচ্ছে দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানি TCS

banner

#Pravati Sangbad Digital Desk:

10,000 ফ্রেশার নিচ্ছে দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানি TCS

টাটা কনসালটেন্সি সার্ভিস হল ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা। এই তথ্য প্রযুক্তির সংস্থায় প্রচুর শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই দপ্তরটি মুম্বাই অবস্থিত এবং তথ্যপ্রযুক্তির এক বৃহত্তম মাধ্যম। 

টিসিএস মূলত তিনটি বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। নিনজা, ডিজিটাল এবং প্রাইম এই তিনটি আলাদা আলাদা বিভাগে ফ্রেশার নিয়োগ করছে কোম্পানি। মানি কন্ট্রোলের রিপোর্ট মোতাবেক নিনজা ক্যাটেগরির জন্য কোম্পানি বছরে প্রায় সাড়ে ৩ লাখ টাকার প্যাকেজ অফার করছে। ডিজিটাল ক্যাটেগরির জন্য প্যাকেজ রয়েছে 7 লাখ টাকা ও প্রাইম ক্যাটেগরির আওতায় ১১ লাখ টাকার বার্ষিক প্যাকেজ অফার করে।


জানা গিয়েছে, এখন পর্যন্ত হওয়া নিয়োগের মধ্যে VIT -এর ৯৬৩ জন পড়ুয়াকে TCS চাকরির অফার লেটার দিয়েছে। এরমধ্যে ১০৩ জনকে প্রাইম ক্যাটেগরির আওতায় চাকরি দেওয়া হয়েছে। এছাড়াও, শাস্ত্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এস. সুব্রমনিয়াম জানিয়েছেন, কলেজে ১,৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ২,০০০টি অফার লেটার দেওয়া হয়েছে। এর থেকে বোঝা যায়, যে কোনও কোনও পড়ুয়াদের একাধিক অফার লেটার দেওয়া হয়েছে।

ডিজিটাল এবং প্রাইম প্রোফাইলের জন্য নির্বাচিত ছাত্রদের ডেভেলপমেন্ট রোলে রাখা হবে। এছাড়াও, নিনজা ক্যাটেগরির আওতায় নেওয়া পড়ুয়াদের সম্ভবত সাপোর্ট রোলে নেওয়া হবে। যদিও TCS এর তরফে নিয়োগ দেওয়া পড়ুয়াদের কোনও ব্রেকডাউন দেওয়া হয়নি।

শাস্ত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এস সুব্রহ্মণ্যম মানিকন্ট্রোল-কে জানিয়েছেন, তাঁর বিশ্ববিদ্যালয়ের ১,৩০০ পড়ুয়া ২ হাজার অফার লেটার পেয়েছেন। এ থেকে বোঝা যাচ্ছে, একজন ছাত্রের কাছে একাধিক অফার এসেছে। তবে টিসিএসের নিয়োগ করা পড়ুয়াদের সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য দেননি তিনি। 


প্রসঙ্গত, আগের মাসেই TCS এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তথ্য দিয়েছিল। দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট (NQT) এর মাধ্যমে নতুন নিয়োগ শুরু করেছে। কোম্পানির লক্ষ্য হল, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ বিষয় হল, টিসিএস এবং টাইটানের মতো টাটা গ্রুপের সংস্থাগুলোও নিয়োগ প্রক্রিয়ার জন্য NQT ব্যবহার করে৷

এই সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ মিলবে। সংস্থার তরফে জানানো হয় এখন পর্যন্ত কোন বয়সসীমা সংক্রান্ত উল্লেখ করেনি অফিসিয়াল ওয়েবসাইটে। TCS সংস্থায় জানানো হয় নিযুক্ত প্রার্থীদের তিনটি ক্যাটাগরী হিসেবে বেতন দেওয়া হবে। প্রথম ক্যাটাগরি প্রার্থীদের পারিশ্রমিক হিসাবে বার্ষিক ৩.৩৬ লক্ষ টাকা।

এরপর দ্বিতীয় ক্যাটাগরি প্রার্থীদের মাসিক ৭ লক্ষ টাকা এবং তৃতীয় ক্যাটাগরি প্রার্থীদের সর্বশেষ ১১ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। দেশের এই বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থার তরফের চাকরি প্রার্থীদের নিযুক্ত করার আগে যাচাই করার জন্য উপযুক্ত পরীক্ষা নেওয়া হবে। এই উপযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী এপ্রিল মাসের ২৬ তারিখে। ওয়েবসাইট থেকে এও জানা যায় আগামী লোকসভা ভোটের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।


যেসব প্রার্থীরা এই সংস্থায় নিয়োগ হতে ইচ্ছুক তাদের জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। টাটা TCS সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে প্রচুর শূন্যপদে এমটেক, বিটেক, এমএসসি, বিই, সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এই দপ্তরে নিয়োগ করা হবে।

দেশের ইচ্ছুক যেকোন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আবেদন প্রার্থীদের আবেদন জানানোর জন্য সংস্থায় অফিসিয়াল ওয়েবসাইট www.tcs.com ব্যবহার করতে হবে। ইচ্ছুক আবেদন প্রার্থীরা (TCS Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরন করে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি সঠিকভাবে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দপ্তরে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইচ্ছুক প্রার্থীদের এই সংস্থায় আবেদন করার আগে ওয়েবসাইট ও নোটিফিকেশনটি ভালো করে যাচাই করে নিতে হবে। প্রার্থীদের তথ্যের সত্যতা যাচাই করে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News