Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

রুদ্ধশ্বাস ম্যাচে জয় পর্তুগাল

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বকাপের প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি আর্জেন্টিনার মেসি। জাপানের কাছে আটকে গিয়েছে জার্মানি। কাতার - এ চলেছে একের পর দূর্ঘটনা। বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার গোলেই জয় পেল রোনাল্ডোর পর্তুগাল। ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকবি অভিযান শুরু করলে পর্তুগিজরা। এদিন পেনাল্টি থেকে গোল করে একাধিক নজির করলে রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। রজার মিল্লার পর দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি। এবারের বিশ্বকাপে মাঠে নামার আগে না এরকম অসুবিধা ভোগ করেন তিনি। কিন্তু মাঠে নেমে তিনি বোঝালেন তিনি একটুও দুর্বল নন। এখনও আগের মতই খেলার মানসিকতা আছে। এই বয়সেও তিনি সেরা ফুটবলার হিসেবে পরিচয় দিলেন। তার পারফরমেন্সে স্বপ্ন দেখছে গোটা পর্তুগাল সমর্থক। ম্যাচে ৩০ মিনিটে গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।



ঘানার পেনাল্টি বক্সের ভেতর রোনাল্ডোকে ফেলে দেওয়া হলে পেনাল্টি যায় পর্তুগাল। রেফারির দেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান ঘানার ফুটবলাররা। পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হলেও স্পট কিক থেকে জোরালো শটে ঘানার জলে কাপান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান ঘানার আন্দ্রে আইয়ু। পর্তুগিজ রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন তিনি। এর দুমিনিট পর গোল করে এগায় পর্তুগাল। ঘানার একটা মিস পাস থেকে বল ধরে পর্তুগাল ব্যবধান বাড়ায়। গোলটি করেন রাফায়েল। ৮৭ মিনিটে রোনাল্ডো, জোয়াও ফেলিক্সকে তুলে নেওয়া হয়। তারপরই ওসমান বুকারি ব্যবধান কমান ঘানার হয়ে। এরপরে শেষবারের জন্য আরও একটি সুযোগ পেয়েছিল ঘানা। তবে অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যান রোনাল্ডোর পর্তুগাল। শেষ পর্যন্ত টিম পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ডোর দল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News