অনলাইন নয় এবার টাকা পাঠান অফলাইনেই

banner

#Pravati Sangbad Digital Desk:

UPI ট্রানজেকশন করার সময় স্লো ইন্টারনেট অথবা ইন্টারনেট না থাকার কারণে সমস্যা তৈরি হয়। তবে আপনি এখন বিনা ইন্টারনেটেও UPI ট্রানজেকশন করতে পারবেন। এখন ক্যাশ ট্রানজেকশন এর বদলে অনলাইন পেমেন্ট বা UPI ট্রানজাকশন অনেক বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে অনেক সময় পেমেন্ট হতে পারে না। সমস্যায় পড়ে যান ক্রেতা-বিক্রেতা উভয়েই। এই পরিস্থিতিতে আপনি বিনা ইন্টারনেট UPI ট্রানজেকশন করে পেমেন্ট প্রসেস পুরো করতে পারেন। এর জন্য আপনাকে USSD কোড ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার জন্য আপনার মোবাইল নম্বরে আগে থেকে UPI সার্ভিস অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাত্‍ আপনি যদি প্রথমে গুগল পে, ফোন পে, অথবা পেটিএম বা বিএইচআইএমের মতো UPI অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্টের লিংক করিয়ে থাকেন তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে একটি নয়া পদ্ধতি অবলম্বন করা হয়েছে। *৯৯# ডায়াল করলেই সম্পূর্ণ পদ্ধতিটি সম্পর্কে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আপনাকে কেবল ওপেন রেজিস্টার স্মার্টফোনের ডায়াল প্যাড এ যেতে হবে। এরপরে *৯৯# ডায়াল করতে হবে। আপনার ব্যাংক ফেসিলিটি নিয়ে একটা পপ আপ খুলবে। এর মধ্যে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, চেক ব্যালেন্স, UPI পিন এর মত অপশন পাওয়া যাবে। এখন আপনাকে সেন্ড মানি অপশনে ক্লিক করতে হবে। এর জন্য আপনাকে ১ টাইপ করতে হবে। এটা সেন্ড করে দিতে হবে। এরপর আপনাকে ওই অপশনে সিলেক্ট করতে হবে যাতে আপনি টাকা সেন্ড করতে চান। এর মধ্যে মোবাইল নম্বর UPI আইডি সেন্ড বেনিফিশিয়ারি এবং অন্যান্য অপশনও পাওয়া যাবে। এরপর আপনি সিলেক্ট করা অপশনে টাইপ করে সেন্ড করতে পারেন। এরপরে আপনাকে বেনিফিশিয়ারির অর্থাত্‍ যাকে টাকা পাঠাতে চান, তার ডিটেলস দিতে হবে। আপনাকে পেমেন্ট রিমার্ক দিতে হবে। ট্রানজাকশন পুরো হওয়ার জন্য আপনাকে নিজের UPI পিন দিতে হবে। UPI পিন দেওয়ার পর ট্রানজাকশন পুরো হয়ে যাবে এবং বেনেফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাত্‍ আপনার অফলাইন ইউপিআই ট্রানজেকশন পুরো হবে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News