Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

SSC স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল চাকরির বিজ্ঞপ্তি। র‌ইল আকর্ষণীয় বেতনের হাতছানি

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

চাকরির বাজারে এল আরও এক নতুন সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল চাকরির বিজ্ঞপ্তি - বৈঞ্জানিক সহকারী র পদে। 

নির্বাচিত ব্যক্তিরা কাজ করবেন ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে। কিন্তু সেক্ষেত্রে কী কী যোগ্যতা থাকা উচিত প্রার্থীর? আসুন জেনে নেওয়া যাক!

আবেদন শুরুর তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২ আবেদন করার শেষ তারিখ : ১৮ ই অক্টোবর, ২০২২

অফলাইন চালান জমা দেবার শেষ তারিখ: ১৯ ই অক্টোবর, ২০২২
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ: ২০ অক্টোবর ( রাত ১১ টা পর্যন্ত )
অফলাইন ফি প্রদানের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২
অনলাইন পেমেন্ট সহ ' আবেদন পত্রের সংশোধনের শেষ তারিখ' : ২৫ শে অক্টোবর ( রাত ১১ টা পর্যন্ত)
পরীক্ষার ( কম্পিউটার ভিত্তিক) সময় সূচী : ডিসেম্বর , ২০২২
  
৯৯০ খানা শূণ্য পদ বর্তমান বৈঞ্জানিক সহকারী র জন্য। তবে প্রত্যেকটি প্রার্থীকে যোগ্য হতে হবে নিম্নলিখিত বিষয়ে :
প্রার্থীকে নয় পদার্থবিদ্যার একটি বিষয় নিয়ে বিজ্ঞানে স্নাতক হতে হবে বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। 
৩০ বছর বয়স হল এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা। প্রার্থীর জন্মসাল যাতে ১৯৯২ আর আগে আর ২০০৪ এর পরে না হয় । 
ইউ আর , ওবিসি, ই ডব্লিউ এস এর জন্য আবেদন ফী ১০০ টাকা , অন্যদিকে SC / ST ও মহিলাদের জন্য কোনো ফী নেওয়া হচ্ছে না।
লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে প্রার্থীদের।
পরীক্ষার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী :
নেগেটিভ মার্কিং : ১/৪ 
সময়কাল : ২ ঘন্টা
পরীক্ষার মোড : কম্পিউটার ভিত্তিক
প্রশ্নসংখ্যা : ২০০ টি
মার্কস : ২০০
https://ssc.nic.in এ অনলাইনে জমা দিতে হবে আবেদন পত্র
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য
Related News