আবার‌ও এক বিরল মহাজাগতিক ঘটনায় মঙ্গলের সকালেই উধাও হবে সূর্য!

banner

#Pravati Sangbad Digital Desk:

ফের সূর্য, চাঁদ ও পৃথিবী আসতে চলেছে এক‌ই সরলরেখায়। আগামী ২৫ অক্টোবর সংঘটিত হবে সূর্যগ্রহণ। যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হবে। যদিও এই সূর্যগ্রহণ খন্ডগ্রাস হবে বলেই খবর। আগামী সপ্তাহের মঙ্গলবার, দীপাবলীর পরেই ভারতবর্ষ সাক্ষী থাকতে চলেছে এক বিরল দৃশ্যের। ভারতীয় সময় সূর্য গ্রহন দুপুর ০২.২৮ থেকে সন্ধ্যা ০৬.৩২ পর্যন্ত সংঘটিত হতে চলেছে এটি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, প্রায় চার ঘন্টা ধরে স্থায়ী হবে এই খন্ডগ্রাস সূর্যগ্রহণ। যা ভারত ছাড়া অন্যান্য দেশ থেকেও দৃশ্যমান হতে পারে বলে খবর। জানা গিয়েছে, উত্তর-পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন থেকে দৃশ্যমান হতে চলেছে এই সূর্যগ্রহণ। এছাড়াও ভারতের একাধিক প্রতিবেশী দেশের মানুষ‌ও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন।

বিশেষজ্ঞদের মতে ২৫ অক্টোবরের এই খণ্ড গ্রাস সূর্যগ্রহণের পর এমন দৃশ্য আবার দেখা যাবে ২০২৫ সালের ২৯ মার্চ। যদিও সেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হবে না ভারতীয়দের। ভারতে ফের খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩২ সালের ৩ নভেম্বর। সুতরাং পুনরায় এই ধরনের খন্ড গ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হবে দীর্ঘ ১০ বছর। যদিও এটাই প্রথম নয়। চলতি বছরে এর আগেও এপ্রিলের শেষে সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল। কিন্তু আকাশ মেঘলা থাকায় সেদিন প্রায় দেখাই মেলেনি সূর্যের। এপ্রিল মাসের সেই সূর্য গ্রহণের পর মাস সাতেকের মধ্যেই ফের খন্ড গ্রাস সূর্যগ্রহণ চাক্ষুষ করার সুযোগ পাচ্ছেন ভারতের বাসিন্দারা। তবে মঙ্গলবারের এই সূর্যগ্রহণ ঠিক কতটা আকর্ষণীয় হতে চলেছে সেদিকেই তাকিয়ে সাধারণ তথা বৈজ্ঞানিক মহল।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News