Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

তিলোত্তমায় তুষারপাত! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি মন জিতল সকলের

banner

#Pravati Sangbad digital Desk:

ডিসেম্বরের শেষেও হাফ সোয়েটারটুকু লাগছিল না, সেই কলকাতাতেই জানুয়ারির প্রথম সপ্তাহে তুষারপাত!!! বিশ্বাস হয় না? আপনার ঘরের জানলা দরজা বন্ধ তো, পাল্লা খুলেই দেখুন...

তবু বরফ নেই? আহা... আপনার বাড়ির সামনে না থাকুক, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠটা? পুরোটাই তো ঢেকেছে বরফে। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে ঝুরো ঝুরো বরফ, হাওড়া ব্রিজের তলাতেও একই অবস্থা! ব্যাপারটা কী? কলকাতায় যদি বরফ পড়ত, তাহলে কেমন হত? কেমন দেখাত তুষারাবৃত কলকাতার রাস্তাঘাটকে? এমনিতেই কলকাতায় বড়দিন নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। তার উপর বরফ পড়লে কেমন লাগত সকলের প্রিয় পার্ক স্ট্রিটকে? গঙ্গার সঙ্গে কি তুলনা করা যেত লন্ডনের টেমস নদীর? তিলোত্তমা কি হয়ে উঠত লন্ডনের থেকে দূরে এক টুকরো লন্ডন?
আসলে রাতারতি শহরে একধাক্কায় অনেকটা নেমেছে পারদ। 
আবহাওয়া দফতর বলছে, এটিই নাকি মরসুমের শীতলতম দিন। এই ঠান্ডায় আপনার মনেও কি উপরের প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে জানিয়ে রাখি, এক শিল্পী আপনার ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন। না, কলকাতায় সত্যি সত্যি বরফ পড়েনি। তবে চিত্রশিল্পী অংশুমান চৌধুরীর কল্পনায় তুষারাবৃত তিলোত্তমা ফুটে উঠেছে।
এই মুহূর্তে নেটমাধ্যমে ছেয়ে গিয়েছে সেই ছবি। যা দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। তুষারাবৃত ভিক্টোরিয়া মেমোরিয়াল যেন অবিকল লন্ডনের বাকিংহ্যাম প্যালেস। এক্ষুনি যেন সেখান থেকে বেরিয়ে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। হাওড়া ব্রিজের পাশের মল্লিক ঘাট তো যেন অবিকল লন্ডন ব্রিজের নীচে টেমস নদীর তীর।

এই ছবিগুলি তৈরি করতে অংশুমান সাহায্য নিয়েছেন প্রযুক্তির। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তিনি বানিয়ে ফেলেছেন ছবিগুলি। টুইটারে সবার সঙ্গে তুষারাবৃত কলকাতার ছবি ভাগ করে নিয়েছেন শিল্পী। যদিও ভিক্টোরিয়া ও হাওড়া ব্রিজের ছবিগুলির স্রষ্টা অন্য কেউ। তবে শুধু কলকাতাই নয়, রাজধানী দিল্লির তুষারাবৃত ছবিও তৈরি করেছেন অংশুমান। নেটমাধ্যমে সেগুলিও এই মুহূর্তে ভাইরাল।

এই ছবিগুলি দেখলে আপনার মনে হতে বাধ্য, এমন যদি সত্যিই হত? ছবিগুলি দেখে একটি ঘোরের মধ্যে রয়েছেন নেটিজেনরা। অনেকেই চাইছেন, এমনটা সত্যিই হোক। কেউ কেউ শিল্পীর কাছে আবদার করেছেন, মুম্বইয়েরও এমন ছবি যেন তিনি বানান। অনেকের আবার মত, এমন না হওয়াই ভাল। কারণ ভারী তুষারপাত হলে গৃহহীনরা খুবই বিপদে পড়বেন।

অংশুমানের ছবিগুলি ইতিমধ্যেই ৯৮ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অনেক নেটিজেনেরই আক্ষেপ, বাস্তবে এমন ঘটনা ঘটবে না বললেই চলে। বা ঘটলেও তাঁরা সেটা দেখে যেতে পারবেন না। অর্থাত্‍ বোঝাই যাচ্ছে, এই ছবিগুলি দেখে মোহিত হয়ে গিয়েছেন সকলেই। প্রত্যেকেরই মনে এখন একটাই বাসনা, 'এমন যদি হত!'

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News