চাঁদের নিচে ছোট্ট বিন্দুটি আসলে কি

banner

#Pravati Sangbad Digital Desk:

ঈষৎ লোহিত চাঁদ তার নিচে ছোট্ট একটি বিন্দু,শুক্রবারের চাঁদ অন্যদিনের থেকে একেবারে আলাদা। রমজান মাসের একফালি চাঁদ আকাশে উঠেছে, আর চাঁদের নিচের ছোট্ট ফুটকি দেখে পথচলতি হাজার মানুষ থমকে দাঁড়িয়েছে, ক্যামেরা বন্দি করছে সেই দৃশ্য। আর সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি। কেউ কেউ চাঁদ কে তুলনা করেছেন মহাদেব এর তিলক এর সাথে আবার কেউ বা দেবী দুর্গা ও মা কালী এর টিপ এর সাথে তুলনা করেছেন আবার কেউ বা বলেছেন," আজকের চাঁদ যেনো কোনো মারাঠি স্ত্রীলোক এর টিপ।" কিন্তু আসলে ওই ছোট্ট বিন্দুটি কি? জানেন? চাঁদের নিচের ওই ছোট্ট বিন্দুটি আসলে ছিল শুক্র গ্রহ। চাঁদ ও শুক্র গ্রহের এত কাছাকাছি আসা সত্যিই এক মহাজাগতিক মিলন। এমন ঘটনা হয়তো জীবনে অনেকেই প্রথম বার প্রত্যক্ষ করছেন। আসলে, পৃথিবীর কোনো স্থান থেকে যদি দৃষ্টিরেখা বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র আসে, তাহলে শুক্রকে চাঁদের আড়ালে ঢাকা পড়তে দেখা যায়। শুধুমাত্র শুক্র নয় অন্যান্য নানান মহাজাগতিক বস্তুকেও চাঁদ ঢেকে ফেলতে পারে। এই ঘটনা কে বলা হয় চাঁদের আড়াল বা লুনার অকাল্টেশন।

এই ঘটনা গতকাল দেখা গিয়েছিল সমগ্র পশ্চিম বঙ্গে।' ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সাইন্স' এর ডিরেক্টর ডক্টর দেবীপ্রসাদ দুয়ারী জানান,"এমন সুন্দর দৃশ্য সবার মন কেড়েছে। এটিকে শুক্র গ্রহের একধরনের গ্রহণ বলা যেতে পারে। গ্রহণ শুরু হয়েছিল বিকেল ৪.৪৩ নাগাদ ও শেষ হয়  সন্ধ্যা ৬.০৪ নাগাদ। এরপর চাঁদের উজ্জ্বল দিক দিয়ে শুক্র গ্রহ কে বেরিয়ে আসতে দেখা যায়।" প্রথমে চাঁদের খুব কাছেই শুক্র গ্রহটি থাকলেও আসতে আসতে সময় এর সাথে সেটি দূরে সরে যেতে থাকে। এই রকম বিরল ঘটনা ও চন্দ্র শুক্রের অবস্থান দেখে মানুষ মুগ্ধ। তবে আবার কতদিন পর এমন ঘটনা ঘটবে তা এখন থেকেই বলা সম্ভব নয়। কারণ নির্দিষ্ট কোনো সময় মাফিক এমন মহাজাগতিক মিলন হয় না। এমনটা আগেও ২০২০ ও ২০২২ সালে দেখা গিয়েছিল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News