আজ শনিবার ফাইনালে মুখোমুখি ভারত - শ্রীলঙ্কা!

banner

#Pravati Sangbad Digital Desk:

এই নিয়ে অষ্টমবার ফাইনালে উঠল ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমবার। গত ৭ বারে ৬ বার ই এশিয়া কাপ জয়ী হয়েছে ভারত। এবার কী তবে সপ্তম বার জেতার প্রস্তুতি নাকি প্রথমবার আতাপত্তুর দলের এশিয়া বিজয় সেটার ই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। থাইল্যান্ড কে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে হরমনপ্রীতের দল , অন্যদিকে শ্রীলঙ্কা মাত্র ১ রানে জয় লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। ফাইনালে এই দুই দলের সংঘর্ষে অনেকেই এগিয়ে রাখছেন ভারতকে। কারণ শুধুমাত্র পাকিস্তান ছাড়া গ্রুপ স্টেজে সব ম্যাচেই জিতেছে ভারত। এমনকী শ্রীলঙ্কা ও ভারতের কাছে পরাজিত হয়েছে গ্রুপ স্তরে। যদিও প্রত্যেকটা দিন নতুন একটা দিন। অতীতকে নির্ভর করে বর্তমান কে বিচার করা যায় না, তা ভালোই জানে উমেন ইন ব্লু !
আজকের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড :
হরমনপ্রীত ক‌উর ( ক্যাপটেন), স্মৃতি মন্দানা, শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ ( উইকেট কিপার ), পুজা বস্ত্রাকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, হেমলতা, রেণুকা সিং, রাজশ্রী গায়কোয়াড়
শ্রীলঙ্কা র স্কোয়াড :
আতাপত্তু ( ক্যাপটেন), সঞ্জিবনী, হর্ষিতা, নিকাশি ডি সিল্ভা, হসিনি পেরেরা, ওশাদি রনাশিঙ্গে, কবিশা দিলহারি, মালশা স্নেহানি, সুগন্ধিকা কুমারী, ঈনোকা রনোবীরা, অচিনি কুলাশুরিয়া ম্যাচ দেখা যাচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ও হটস্টারে।  এখন‌ও পর্যন্ত খবর ( ১ টা বেজে ১৫ মিনিট) অনুযায়ী শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করছে। আতাপত্তুকে রান আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন রেণুকা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News