অযোগ্য প্রার্থীদের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আগামী ৮ই নভেম্বরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার বেইনি পথে চাকরি প্রার্থীদের হুঁশিয়ারি দিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গপোপাধ্যায়। বুধবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তারপরেই অযোগ্য চাকরি প্রার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র রিপোর্ট হাতে পাওয়ার পরে কার্যত মাথায় হাত দিয়ে বসেন বিচারপতি। এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছে, “যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাঁরা যদি আগামী ৮ই নভেম্বরের মধ্যে নিজে থেকে ইস্তফা দেন। যদি তা না হয়, তাহলে আমি আইনত ব্যবস্থা নেব”। সেই সাথে বিচারপতি আরও জানিয়েছেন, “ভবিষ্যতে তাঁরা যাতে কোন সরকারি চাকরি না পান, সেই ব্যবস্থাও নেব”। প্রসঙ্গত, প্রথম থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে তোপ দেগেছেন একাধিকবার। তাঁর নিদেশেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু তাই নয়, তাঁর নির্দেশেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। বর্তমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। এ বছর নাকতলা উদয়ন সংঘের পুজা মণ্ডপ ছেড়ে তিনি থাকবেন প্রেসিদেন্তি জেলে। গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, এসএসসি গ্রুপ সি নিয়োগে মোট ৩৪৮১ জন প্রার্থীর প্রাপ্ত নম্বর অদলবদল হয়েছে। সেই সাথে গ্রুপ ডি-তে হয়েছে ২৮২৩ জনের। অন্যদিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে ৯০৭ জনের নম্বর অদলবদল হয়েছে। সেই সাথে প্রাপ্ত নম্বরের তালিকায় রয়েছে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলও। অতএব সংখ্যাটা যে সামান্য নয় সেটা স্পষ্ট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে।


#Source: online/Digital/Social Media News   # Representative Image


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News