"তারপর সব থিতিয়ে গেলে বুঝব শূন্যতাটা…।"- সাক্ষাতকারের কাছে মন্তব্য ঝুলন গোস্বামীর।

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ’টায় যখন তাঁকে হোয়াটসঅ্যাপ কলে পাওয়া গেল তখন তিনি চেক ইন করে দেশে ফেরার ফ্লাইটে বসছেন। একজন সাক্ষাতকার সূত্রে খবর, ফ্লাইটে বসেই তার ফেলে আসা কুড়ি বছরের সফর-সরণির কথা বললেন সদ্য অবসর নেওয়া ঝুলন গোস্বামী। তাকে তার অবসর সংক্রান্ত কিছু প্রশ্ন করা হলে তিনি বলেন, "সত্যি বলতে ভাবনাটা এখনও সিস্টেমে ঢোকেনি। আসলে এখনও টিমের সঙ্গেই আছি তো, সবাইকে দেখতে পাচ্ছি, আড্ডা হচ্ছে, কথা হচ্ছে। শূন্যতাটা বুঝতে পারব আরও কয়েকদিন পর। যখন পারিপার্শ্বিকে সব থিতিয়ে যাবে। যখন ভোরবেলা উঠে আর ট্রেনিংয়ে ছুটতে হবে না, প্রতিপক্ষকে নিয়ে স্ট্র্যাটেজি করতে বসতে হবে না, খেলার জন্য ভোরের ফ্লাইট ধরতে এয়ারপোর্ট দৌড়তে হবে না-বুঝব তখন।" গত শুক্র আর শনিবার দুই গ্রেটের অবসর ঘিরে দু’রকম ছবি দেখা গিয়েছিল। লর্ডস থেকে ঘণ্টাখানেক দূরত্বের ‘ও টু’ স্টেডিয়ামে রজার ফেডেরার অবসর মুহূর্তে কেঁদে ফেললেন। চব্বিশ ঘণ্টার মধ্যে লর্ডসে ঝুলন গোস্বামী অবসর নিলেন, কিন্তু চোখ দিয়ে একফোঁটা জলও পড়তে দেখা যায়নি তার। বরং হরমনপ্রীতকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল তাকে। "ঝুলন গোস্বামীকে কি একেবারেই আবেগ আক্রমণ করেনি?"- এই প্রশ্ন করায় তার উত্তর, "কে বলল করেনি? অবশ্যই করেছে। কিন্তু আমি সেটা সবাইকে দেখাতে যাইনি। প্রথমত সিরিজটা ৩-০ করার দারুণ সুযোগ ছিল আমাদের সামনে। সেটা হারাতে চাইনি। দ্বিতীয়ত, আমার অবসর পুরো টিমকেই দুঃখ দিচ্ছিল। একটু ‘লো’ ছিল ওরা। আমি যদি ভেঙে পড়তাম, ওরা তাহলে আরও ভেঙে পড়ত। সত্যি বলতে, ভেতরে ভেতরে বেশ যন্ত্রণা হচ্ছিল আমার।" তার জীবনের গত ২০ বছরের ওপরের নির্ভর করে তিনি বললেন, "মনে হয়, যা করতে চেয়েছিলাম, সেটা পেরেছি। আমি যখন ক্রিকেট খেলতে শুরু করি, চেয়েছিলাম দেশের মহিলা ক্রিকেটকে একটা প্ল্যাটফর্ম দিতে। চেয়েছিলাম, মহিলা ক্রিকেট তার প্রাপ্য পরিচিতি পাক। গ্ল্যামার পাক। সেটা তো হয়েছে।" তিনি বাকি খেলোয়াড়দের সম্পর্কে বলেছেন যে, "অনেকেই দারুণ খেলছে, দারুণভাবে উঠেও আসছে। এমন পারফর্ম করছে যা প্রশংসাযোগ্য।" গত দু’দশক ধরে ক্রিকেটকে সর্বস্ব দিতে গিয়ে তিনি জীবনের আরেকটা ক্ষেত্রকে একেবারেই সময় দেননি-পরিবার। "আজ থেকে ক্রিকেট নেই, এখন কি আপনি পরিবারকে বেশি সময় দেবেন?" এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, "দেব তো। পরিবারকে অবশ্যই এখন থেকে বেশি করে সময় দেব। সামনেই দুর্গাপুজো। উপভোগ করব। এটা ভাল হল যে, উৎসবের আগে খেলাটা ছাড়লাম। এখন পুজো নিয়ে কেটে যাবে। তারপর সব থিতিয়ে গেলে বুঝব শূন্যতাটা…।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News